সাইফুল্লাহ, ঢাকা: আজ শনিবার (২ ডিসেম্বর) দুপুর ১২টায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করেন। এ সময় তিনি বলেন, বিএনপির জনসমর্থন কমে গেছে। তারা যতই চেষ্টা করুক আর আন্দোলন করতে পারবে না। তাদের আন্দোলন ভুলের চোরাবালিতে আটকে গেছে। বিএনপির একদফা গর্তে পড়ে গেছে, এখন আর দেখা যায় না, বিএনপির অনেক নেতারা নির্বাচনে আসছেন।
আইনশৃঙ্খলা বাহিনীসহ সব কিছু এখন নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, 'নির্বাচন কমিশন এখন সম্পূর্ণ স্বাধীন। তারা যেকোন সিদ্ধান্ত নিতে পারবে। নির্বাচন সংক্রান্ত কোনো কিছু এখন আর সরকারের কথায় হয় না।'
বিএনপি নেতা শাহজাহান ওমরের আওয়ামী লীগে যোগ দেয়া এবং ঝালকাঠি-১ আসন থেকে অল্প সময়ে মনোনয়ন পাওয়া প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, তিনি বিএনপি ছেড়ে আওয়ামী লীগে এসেছেন। তিনি এখন থেকে আওয়ামীলীগ করবেন।
দেশের জনগণ ভোট দিতে উন্মুখ হয়ে আছে জানিয়ে তিনি বলেন, কিছু কিছু দল নির্বাচন বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকলেও জনগণ নির্বাচনমুখী। আন্দোলনের নামে কিছু দল নির্বাচন ঠেকাতে চেয়েছে এখনও চাচ্ছে। কিন্তু বিজয়ের মাসে নবশক্তিতে বলিয়ান জনগণ ভোট দিতে উন্মুখ হয়ে আছে। তারাই বিএনপিকে প্রতিহত করবে
যদিও আওয়ামী লীগের দায়িত্বশীল নেতারা মনে করছেন, দলীয় প্রধানের সায় থাকায় এবার স্বতন্ত্র প্রার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে সাধারণ ক্ষমা ঘোষণার সম্ভাবনা রয়েছে। তবে যারা দাঁড়িয়েছেন সবাইকে শেষ পর্যন্ত থাকতে দেয়া হবে না। দলীয় প্রার্থীদের পক্ষে হুমকি হবেন না, এমন কিছু কিছু প্রার্থী রেখে বাকিদের প্রত্যাহার করতে নির্দেশ দেয়া হতে পারে।
এসময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাড. কামরুল ইসলাম, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, বিএম মোজাম্মেল হক, সুজিত রায় নন্দী, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, আমিনুল ইসলাম আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।