এবার যুদ্ধবিরতি শেষ হওয়ার পর থেকে গাজায় ইসরায়েলি হামলায় ১৭৮ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। সপ্তাহব্যাপী যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার পরই ইসরায়েল ঘনবসতিপূর্ণ অঞ্চলে তার মারাত্মক বোমাবর্ষণ শুরু করে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা ২০০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।
এনডিটিভি জানিয়েছে, গতকাল ১ ডিসেম্বর শুক্রবার যুদ্ধবিরতির জন্য আন্তর্জাতিক আহ্বান সত্ত্বেও ইসরায়েল গাজায় মারাত্মক বোমাবর্ষণ পুনরায় শুরু করেছে। হামাসের মতে এই হামলায় কমপক্ষে ১৭৮ জন নিহত হয়েছেন। এছাড়াও হামাস গোষ্ঠীর হাতে আটক ৫ জন জিম্মিও মারা গেছেন বলে নিশ্চিত করে তারা।
এদিকে ইসরায়েল অভিযোগ করে, হামাস একটি রকেট নিক্ষেপ করে সময় শেষ হওয়ার আগেই যুদ্ধবিরতি ভঙ্গ করার চেষ্টা করেছিল এবং গত বৃহস্পতিবার বন্দী বিনিময়ের পর শুক্রবার মুক্তির জন্য আরও জিম্মিদের তালিকা তৈরি করতে ব্যর্থ হয়েছিল।
জাতিসংঘের মানবাধিকার সংস্থাগুলো গাজায় মানবিক পরিস্থিতির বিপর্যয়ের বিষয়ে সতর্ক করেছে কারণ এই অঞ্চলের হাসপাতালগুলো আবার ১ সপ্তাহের অবকাশের পর আহতদের সেবা দিতে হিমসিম খাচ্ছে। জাতিসংঘের প্রধান আন্তোনিও গুতেরেস এবং যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস আবারও যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন।
এদিকে মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের একজন মুখপাত্র বলেছেন, গাজায় মানবিক প্রয়োজনে যুদ্ধবিরতি বাড়ানোর প্রচেষ্টায় আমরা ইসরায়েল, মিশর এবং কাতারের সাথে কাজ চালিয়ে যাচ্ছি।