স্টাফ রিপোর্টারঃ আলমডাঙ্গায় আম গাছের ডালের সঙ্গে ঝুলন্ত অবস্থায় হাসি খাতুন (৩০) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।
শুক্রবার ভোরে উপজেলার আসাননগর গ্রাম থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়।বিকেলে মরদেহটি ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
নিহত হাসি খাতুন উপজেলার কালিদাসপুর ইউনিয়নের আসাননগর কারিগরপাড়ার আবুল কাশেমের স্ত্রী।
স্থানীয়রা জানান, নিহত গৃহবধূ দীর্ঘদিন যাবৎ শারীরিক ও মানসিক রোগে আক্রান্ত ছিলেন। তাকে বিভিন্ন চিকিৎসকের নিকট স্বাস্থ্য পরিক্ষা করা হলেও রোগ নির্ণয় করতে পারিনি। এরই সূত্র ধরে সে শুক্রবার দিবাগত রাতে নিজ বাড়ির সামনে আম গাছে রশি জড়িয়ে আত্নহত্যা করেছে।
খবর পেয়ে পুলিশ শুক্রবার বিকেলে লাশ উদ্ধার করে পোস্টমোর্টামের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
নাম না প্রকাশ শর্তে অনেকেই জানায়, শুক্রবার ভোরে গ্রামের লোকজন জানতে পারে হাসি খাতুন গলায় দড়ি দিয়েছে কিন্তু তাকে কেও গাছের সাথে ঝুলন্ত অবস্থায় দেখেনি। এমনকি থানা পুলিশকেও অবহিত করেনি সাথে সাথে। তাই এই মৃত্যু নিয়ে রহস্য সৃষ্টি হয়েছে এলাকায়। অনেকেই আবার বলছে মেরে ফেলে গাছে ঝুলিয়ে রেখেছে।
এ বিষয়ে আলমডাঙ্গা থানা অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ বলেন, আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পুলিশ লাশের সুরতাল রিপোর্ট সংগ্রহ করেছে। ময়নাতদন্তের জন্য লাশ চুয়াডাঙ্গা মর্গে পাঠানো হয়।