, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ , ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


ইবির 'শাপলা ফোরামে'র নির্বাচন কাল

  • আপলোড সময় : ০১-১২-২০২৩ ০৮:৪৯:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-১২-২০২৩ ০৮:৪৯:১৫ অপরাহ্ন
ইবির 'শাপলা ফোরামে'র নির্বাচন কাল
ইবি প্রতিনিধি: আগামীকাল (শনিবার) ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রগতিশীল শিক্ষকদের সংগঠন 'শাপলা ফোরামে'র কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিন সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত মমতাজ ভবনের দ্বিতীয় তলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেন কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের আহ্বায়ক অধ্যাপক মিজানুর রহমান। 
 
সংগঠন সূত্রে জানা যায়, নির্বাচন কমিশন কর্তৃক প্রকাশিত চূড়ান্ত প্রার্থী তালিকায় ৩০ জন শিক্ষক এ নির্বাচনের জন্য মনোনীত হয়েছেন। এতে ২৫২ জন শিক্ষক ভোটাধিকার প্রয়োগ করবেন।
 
এদিকে ভোট প্রদানের সময় ভোটার কোনো প্রকারের মোবাইল ফোন, ক্যামেরা ইত্যাদি, অর্থাৎ ছবি তোলা যায় এমন কোনো ডিভাইস নিজের কাছে রাখতে পারবেন না। এর ব্যত্যয় ঘটিয়ে ফোরামের কোনো সদস্য নিজেকে এবং একই সাথে নির্বাচন পরিচালনা কমিটিকে বিব্রতকর অবস্থায় না ফেলার অনুরোধ করা হয়েছে। 
 
এছাড়া ফোরামের উপর্যুক্ত সাধারণ সভার অনুরোধক্রমে ভোট গণন প্রক্রিয়া কেবলমাত্র Facebook-এ শাপলা ফোরামের প্রাইভেট গ্রুপ SHAPLA_Forum_IU-এ লাইভ প্রচারের ব্যবস্থা নেয়া হবে। যেহেতু নির্বাচন পরিচালনা কমিটির তিনজন সদস্যই সেই সময়ে সর্বাধিক গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর কাজে ব্যস্ত থাকবেন, সেহেতু পোলিং এজেন্ট হিসেবে অনুমোদিত ব্যক্তিদের কোনো একজন লাইভ প্রচারের দায়িত্বটি পালন করবেন। পোলিং এজেন্ট নিয়োগের সময় এই কারিগরী দিকটি প্রার্থীগণকে বিবেচনায় রাখার জন্য সনির্বন্ধ অনুরোধ করা হয়েছে।
 
সার্বিক বিষয়ে কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের আহ্বায়ক অধ্যাপক মিজানুর রহমান বলেন, আগামীকাল যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কেন্দ্রিক যে ধরনের নির্দেশনা দেওয়া আছে সে আলোকেই অনুষ্ঠিত হবে। এর ব্যাঘাত ঘটলে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে। সর্বোপরি নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বলে আশা করছি।
 
উল্লেখ্য, ভোটের চূড়ান্ত ফলাফল ঘোষণার আকর্ষণ ধরে রাখার স্বার্থে লাইভ প্রচারের নিয়ন্ত্রণ ক্ষমতা নির্বাচন পরিচালনা কমিটি কর্তৃক সংরক্ষিত থাকবে।
সর্বশেষ সংবাদ
নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান

নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান