এবার বাংলাদেশের দেয়া ৩৩২ রানের লক্ষ্যে ৭ উইকেট হারিয়ে ১১৩ রান করেছে নিউজিল্যান্ড। আর ৩টি উইকেট তুলে নিতে পারলেই দেশের মাটিতে নিউজিল্যান্ডকে প্রথমবারের মতো হারানোর স্বাদ পাবে টাইগাররা। প্রথম ইনিংসে ৪ উইকেট নিয়ে নিউজিল্যান্ডকে ৩১৭ রানে বেধে দেয়ার পেছনে বড় ভূমিকা রেখেছেন তাইজুল।
এদিকে দ্বিতীয় ইনিংসেও নিউজিল্যান্ডকে ধসিয়ে দিয়েছেন তাইজুলই। তিনি ৪০ রানে নিয়েছেন ৪ উইকেট। দিনের খেলা শেষে তাইজুল জানিয়েছেন বড় দলকে হারানোর মজা বেশ ভিন্ন। যদিও এখনও পা মাটিতেই রাখছে বাংলাদেশ। জয় পাওয়ার আগে নিশ্চিত জয় ভেবে আত্মতুষ্টিতে ভুগতে চান না তাইজুল।
এ প্রসঙ্গে এই স্পিনার বলেন, 'অবশ্যই, বড় দলকে হারানোর মজাই আলাদা। এখনও জিতি নাই কিন্তু আমরা সর্বোচ্চ চেষ্টা করছি বা করবো। কালকেও করব ইনশাআল্লাহ। আমার কাছে মনে হয় যে একটা বড় দলকে যখন হারানো যায় নিজেদের আত্মবিশ্বাস থেকে শুরু করে....।'
তিনি আরও বলেন, 'আমাদের পরিকল্পনা যেটা টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচ এটা আমরা চাই যে পুরো বছরটা যেন ওই আত্মবিশ্বাস নিয়ে খেলতে পারি। যাই হোক না কেন আমরা কয়টা ম্যাচ জিতব বা জিতব না সেটা জানা নেই। কিন্তু বাংলাদেশকে ভালো কিছু একটা যেন দিতে পারি।'
তাইজুল বলেন, 'লক্ষ্য তো আমি মুখ দিয়ে বললাম আর হয়ে গেল এরকম কোনো কিছু না। প্রত্যেকটা দলেরই লক্ষ্য থাকে, খেলোয়াড়দের ব্যক্তিগত লক্ষ্য থাকে । ওইরকম লক্ষ্য তো থাকেই আমরা বিশ্ব ক্রিকেটে টেস্ট দল, যদি কিছু না হোক তিন, চার, পাঁচে যদি আসতে পারি তাহলে আমাদের জন্য বিশাল বড় একটা পাওয়া হবে।'