, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


নিউজিল্যান্ড সফরের বাংলাদেশ দলে সৌম্য, নতুন মুখ রাকিবুল

  • আপলোড সময় : ৩০-১১-২০২৩ ০৮:০৬:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-১১-২০২৩ ০৮:০৬:১৭ অপরাহ্ন
নিউজিল্যান্ড সফরের বাংলাদেশ দলে সৌম্য, নতুন মুখ রাকিবুল
আবারো বাংলাদেশ দলে ডাক পেয়েছেন সৌম্য সরকার। বেশ কিছু ম্যাচও খেলেছেন বাঁহাতি এই ওপেনার। নিয়মিত ক্রিকেটাররা বিশ্রামে থাকায় বিশ্বকাপের আগে ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজেও ডাক পেয়েছিলেন তিনি। ম্যাচ খেললেও রান করতে পারেননি, মেটাতে পারেননি প্রত্যাশাও।

এদিকে জাতীয় দলের হয়ে না থাকলেও কদিন আগে শেষ হওয়া জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) ব্যাটে-বলে আলো ছড়িয়েছেন সৌম্য। ৬ ম্যাচের ১১ ইনিংসে ৪৮.৪৪ গড়ে ৪৩৬ রান করেছেন বাঁহাতি এই ব্যাটার।

সেঞ্চুরি না পেলেও চারটি হাফ সেঞ্চুরি পেয়েছেন তিনি। এ ছাড়া বল হাতে ১৭ উইকেট নিয়েছেন ডানহাতি এই মিডিয়াম পেসার। সাদা পোশাকে ভালো করলেও বাংলাদেশের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে ডাকা হয়েছে সৌম্যকে।

এদিকে চোট থেকে সেরে উঠতে না পারায় নিউজিল্যান্ড সফরেও খেলা হচ্ছে না সাকিব আল হাসানের। অভিজ্ঞ এই অলরাউন্ডারের জায়গায় অধিনায়ক হিসেবে পাঠানো হচ্ছে নাজমুল হোসেন শান্তকে। দুই সংস্করণেই শান্তর ডেপুটি হিসেবে থাকছেন মেহেদী হাসান মিরাজ।

বাংলাদেশ ওয়ানডে স্কোয়াড- নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান তামিম, এনামুল হক বিজয়, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, লিটন দাস, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, রিশাদ হোসেন, রাকিবুল হাসান।

টি-টোয়েন্টি স্কোয়াড- নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী হাসান, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, রিশাদ হোসেন, তানভীর ইসলাম এবং তানজিম হাসান সাকিব।
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস