, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪ , ২৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


২০ টাকার তুলতে গিয়ে প্রাণ গেল মাদরাসাছাত্রের

  • আপলোড সময় : ১৭-০৫-২০২৩ ১২:১৬:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৫-২০২৩ ১২:১৬:২০ অপরাহ্ন
২০ টাকার তুলতে গিয়ে প্রাণ গেল মাদরাসাছাত্রের
রাজধানীর জুরাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লতিবুর রহমান লিসান (১৭) নামের এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে। তিনি জুরাইনের জামিয়া এছাকিয়া আরাবিয়া মাদ্রাসার হেফজ বিভাগে পড়তেন। বুধবার (১৭ মে) সকাল সাড়ে ৭টার দিকে শ্যামপুর জুরাইনের ওই মাদ্রাসায় এই ঘটনা ঘটে। ওই শিক্ষার্থীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

মাদ্রাসার অফিস সহায়ক ইয়াসিন আরাফাত জানান, লিসান জামিয়া এছাকিয়া মাদ্রাসার হেবজো বিভাগের ছাত্র ছিল। আজ সকালে মাদ্রাসার পাঁচতলা ভবনের তৃতীয় তলার বেলকনিতে দাঁড়িয়েছিল লিসান। এসময় তার কাছে থাকা ২০ টাকার একটি নোট দ্বিতীয় তলার টিনের চালের ওপর পড়ে যায়। পরে দ্বিতীয় তলায় নেমে ২০ টাকার নোটটি উদ্ধার করার সময় টিনের চলে হাতের স্পর্শ লাগা মাত্রই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়ে লিসান। বিষয়টি আমাদের নজরে এলে তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাই। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক লিসানকে মৃত ঘোষণা করেন। তিনি আরও বলেন, তার বাড়ি শরীয়তপুর জেলার ডামুড‍্যা থানা এলাকায়। সে ওই এলাকার মজিবর হাওলাদারের ছেলে ছিল।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া গণমাধ্যমকে বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। তার মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানিয়েছি।
আমাদের বিষয়ে ভারতকে নাক না গলাতে বলা হয়েছে: পররাষ্ট্রসচিব

আমাদের বিষয়ে ভারতকে নাক না গলাতে বলা হয়েছে: পররাষ্ট্রসচিব