, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


পররাষ্ট্র সচিবের সঙ্গে পিটার হাসের বৈঠক

  • আপলোড সময় : ৩০-১১-২০২৩ ০৬:৩৫:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-১১-২০২৩ ০৬:৩৫:৩৫ অপরাহ্ন
পররাষ্ট্র সচিবের সঙ্গে পিটার হাসের বৈঠক
সম্প্রতি ছুটি কাটিয়ে দেশে ফিরেছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস। আজ বৃহস্পতিবার ৩০ নভেম্বর তিনি বৈঠক করেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে। তবে বৈঠকের বিষয়ে পিটার হাস বা পররাষ্ট্র সচিব গণমাধ্যমে কোনো কথা বলেননি। অবশ্য পরে মার্কিন দূতাবাসের এক ফেসবুক পোস্টে বৈঠকের বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।

ওই পোস্টে বৈঠকের বিষয়ে জানানো হয়, ‌‘দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন নিয়ে আলোচনা করতে আজ রুটিন বৈঠক করেছেন রাষ্ট্রদূত পিটার হাস এবং পররাষ্ট্র সচিব মোমেন।’ এর আগে, সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় তাদের মধ্যে ঘণ্টাব্যাপী আলোচনা হয়। ধারণা করা হচ্ছে, সমসাময়িক রাজনীতি, শ্রমনীতি ও নির্বাচন নিয়ে এ বৈঠক হয়েছে।
 
এদিকে বৈঠকে উপস্থিত ছিলেন ঢাকায় অবস্থানরত ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান, উত্তর আমেরিকা অনুবিভাগের মহাপরিচালক খন্দকার মাসুদ উল আলম। এর আগে ১৬ নভেম্বর শ্রীলঙ্কান এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন পিটার হাস। ১০ দিনের ছুটি কাটিয়ে গত সোমবার ঢাকায় ফেরেন তিনি।
সেনাকুঞ্জে কুশল বিনিময় করলেন ‍ড. মুহাম্মদ ইউনূস-খালেদা জিয়া

সেনাকুঞ্জে কুশল বিনিময় করলেন ‍ড. মুহাম্মদ ইউনূস-খালেদা জিয়া