, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪ , ১৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ


আদমদীঘিতে চলতি আমন মৌসুমে ধান ও চাল সংগ্রহ অভিযান শুরু

  • আপলোড সময় : ৩০-১১-২০২৩ ০৫:৫৪:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-১১-২০২৩ ০৫:৫৪:৩৬ অপরাহ্ন
আদমদীঘিতে চলতি আমন মৌসুমে ধান ও চাল সংগ্রহ অভিযান শুরু
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলার নশরৎপুর এলএসডিতে ডিজিটাল খাদ্যশস্য সংগ্রহ ও ব্যবস্থাপনা সিস্টেমের মাধ্যমে অভ্যন্তরীণ চলতি আমন মৌসুমের ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন করেন আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদার।

ধান-চাল সংগ্রহের উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সান্তাহার সিএসডির ম্যানেজার হারুনুর রশিদ। এ সময় উপস্থিত ছিলেন আদমদীঘি উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কে এম গোলাম রব্বানী, সান্তাহার এলএসডি এর ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল ইসলাম, নশরৎপুর এলএসডি এর ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম প্রমুখ।

এ বিষয়ে আদমদীঘি উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কে এম গোলাম রব্বানী জানায়, চলতি মৌসুমে সংগ্রহের লক্ষ্যমাত্রা ৪ হাজার ৭ শত ৫৪ মেটি: টন চাল ও ৪ শত ৬২ মেটি: টন ধান সংগ্রহ করা হবে। এই উপজেলার মোট মিলারের সংখ্যা ৬৫টি। আগামী ২৮শে ফেব্রুয়ারি পর্যন্ত ধান ও চাল সংগ্রহ অভিযান চলবে। ধান ও চাল সংগ্রহের প্রথম দিনে মিতু চাউল কল ও নিউ বুশরা চাউল কল চাল প্রদান করেন।
সর্বশেষ সংবাদ
হামাসকে ইসরাইলের ‘উদার’ প্রস্তাব মেনে নিতে বললেন ব্লিঙ্কেন

হামাসকে ইসরাইলের ‘উদার’ প্রস্তাব মেনে নিতে বললেন ব্লিঙ্কেন