, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫ , ৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ


ঢাকা-১৩ কে শৈল্পিক-ভাবে সাজানোর পরিকল্পনা নানকের, নেমেছেন প্রচারণায়

  • আপলোড সময় : ৩০-১১-২০২৩ ০৪:০৭:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-১১-২০২৩ ০৪:০৭:৫৮ অপরাহ্ন
ঢাকা-১৩ কে শৈল্পিক-ভাবে সাজানোর পরিকল্পনা নানকের, নেমেছেন প্রচারণায়
সাইফুল্লাহ, মোহাম্মদপুর থেকে: ঢাকা-১৩ সংসদীয় এলাকার অন্তর্গত মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা নগর(আংশিক) এলাকায় মতবিনিময় সভায় অংশগ্রহণ ও শান্তি সমাবেশ-স্থল পরিদর্শন করছেন জাহাঙ্গীর কবির নানক। ইতিমধ্যে ঢাকা-১৩ সংসদীয় এলাকার অন্তর্গত শেরে বাংলা নগর(আংশিক) থানার ২৮ নং, ৩০ নং, ৩৩ নং, ৩৪নং, ১০০ নং ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত উন্নয়ন ও শান্তির সমাবেশ-স্থল পরিদর্শন করেছেন। ইতিমধ্যেই সূচনা কমিউনিটি সেন্টারে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় সভাও সম্পন্ন করেছেন। 

এছাড়া  ঢাকা-১৩ সংসদীয় এলাকার অন্তর্গত মোহাম্মদপুর,আদাবর,শের-ই বাংলা নগর(আংশিক) থানা ও ওয়ার্ড আওয়ামী লীগ এর সভাপতি/সাধারণ সম্পাদকবৃন্দ এবং দলীয় কাউন্সিলরদের সাথে মোহাম্মদপুর টাউন হল এলাকায় থানা আওয়ামী লীগের কার্যালয়ে নির্বাচনী মতবিনিময় সভা করেছেন আওয়ামীলীগের সভাপতি মন্ডলীর এই সদস্য।

সাংবাদিকদের দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন-আমি খুব আবেগাপ্লুত হয়ে গিয়েছিলাম। মোহাম্মদপুর, আদাবর এবং আগারগাঁওতে যেন ঈদ উৎসব চলছে। পুরুষ মহিলা নির্বিশেষে রাস্তায় নেমে ভালোবাসা প্রকাশ করেছে। আমি যেদিন মনোনয়ন পেলাম সেদিন ফজরের নামাজের পর অনেক মসজিদে শোকরানা দোয়া হয়েছে। আমার রাজনৈতিক জীবনে মানুষের দোয়া ও ভালোবাসা পেয়ে আমি সত্যিই গর্বিত। আসলে কাজ করলে মানুষ ভুলে যায় না, ফেলে দেয় না এটা প্রমাণিত। আমি মানুষের ভালোবাসা ছাড়া কিছুই চাই না। আমার জন্য মসজিদে দোয়া, মন্দিরে উলু ধ্বনি দিয়ে, রাস্তাঘাটে আনন্দে রং খেলা করেছে, এগুলো আসলে আমার প্রতি ভালোবাসা প্রকাশ করা।

গত ১১শ নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী আব্দুস সালাম কে পরাজিত করে উক্ত আসনে বিজয়ী হন সাদেক খান। তবে এবার ঢাকা -১৩ আসনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন পান জনাব জাহাঙ্গীর কবির নানক।

ঢাকা-১৩ আসন রাজধানীর মোহাম্মদপুর, আদাবর এবং শেরে বাংলা নগর থানা এলাকার একাংশ নিয়ে গঠিত। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২৮, ২৯, ৩০, ৩১, ৩২, ৩৩ ও ৩৪ নং ওয়ার্ড এই আসনের অন্তর্ভুক্ত। এখানে বাঙালির পাশাপাশি বিহারি ভোটার রয়েছেন। বিহারি ভোটারের সংখ্যা অর্ধ-লক্ষাধিক।

এই আসনে ৯ম ও ১০ম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন তিনি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে শেষ মুহূর্তে মনোনয়ন প্রত্যাহার করেছিলেন নানক। এবার ঢাকা-১৩ আসনে বর্তমান সংসদ সদস্য সাদেক খানকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়নি বাংলাদেশ আওয়ামী লীগ।
ঐক্যবদ্ধভাবে দিতে না পারলে ঘোষণাপত্রের দরকার নেই: প্রধান উপদেষ্টা

ঐক্যবদ্ধভাবে দিতে না পারলে ঘোষণাপত্রের দরকার নেই: প্রধান উপদেষ্টা