, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


আজই রূপ নিতে পারে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা!

  • আপলোড সময় : ৩০-১১-২০২৩ ০১:৪১:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-১১-২০২৩ ০৪:০৬:৫০ অপরাহ্ন
আজই রূপ নিতে পারে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা!
এবার আন্দামান সাগরে থাকা লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে রূপ নিয়েছে। এটি আরও ঘনীভূত হয়ে আজ নিম্নচাপে রূপ নিতে পারে এবং ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে। বর্তমানে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে এটি দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। আজ বৃহস্পতিবার ৩০ নভেম্বর সকালে আবহাওয়া অধিতফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি সামান্য পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরো পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে।

এদিকে আবহাওয়াবিদরা জানান, এ লঘুচাপটি আজই (বৃহস্পতিবার) নিম্নচাপে পরিণত হতে পারে। আর সেখান থেকে ঘূর্ণিঝড়ও হতে পারে। যদিও এর গতিপথ এখনও নির্দিষ্ট বলা যাচ্ছে না। লঘুচাপটি এখনো বাংলাদেশ থেকে অনেকটা দূরে আছে।
 
আবহাওয়া অফিস জানায়, আগামী শনিবার পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, এ সময়ের শেষের দিকে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস