, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ , ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


আমতলীতে টায়ার জ্বালিয়ে বিএনপির হরতাল পালন

  • আপলোড সময় : ৩০-১১-২০২৩ ০১:৩৫:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০১-২০২৪ ০২:৩৬:৩৪ অপরাহ্ন
আমতলীতে টায়ার জ্বালিয়ে বিএনপির হরতাল পালন
মোঃ ইমরান হোসাইন, আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুলা জেলার আমতলী উপজেলার উরসী তলা নামক স্থানে বিএনপি’র উদ্যোগে টায়ারে আগুন ধরিয়ে সড়কে হরতাল সমর্থনে মিছিল করেছেন। আমতলী উপজেলা, পৌর বিএনপি  কলেজ বিএনপি সহ কলন অঙ্গ সংগঠন। 

জানা-গেছে বৃহস্পতিবার সকালে আমতলী-পটুয়াখালী মহা সড়কের উরসীতলা মিছিল করে। ৮ম দফায় হরতাল কর্মসূচীর ডাক দেয় বিএনপি। এ কর্মসূচী বাস্তবায়ন করতে আমতলী উপজেলা বিএনপির সদস্য সচিব তুহিন মৃধার নেতৃত্বে বৃহস্পতিবার সকালে আমতলী-কুয়াকাটা মহাসড়কের  উসীতলা  নামক স্থানে সড়কে উপরে টায়ারে আগুন ধরিয়ে হরতালের মিছিল করে। 

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক,  মেহেদী জামান রাকিব,  উপজেলা ছাত্রদলের আহবায়ক, সোয়েব ইসলাম হেলাল, পৌর ছাত্রদলের আহবায়ক, এনামুল হক সোহাগ, কলেজ ছাত্রদল আহবায়ক রাজিব মৃধা ও অঙ্গ সংগঠনের অর্ধশত নেতাকর্মী অংশ নেয়।

তারা বলেন সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সংসদ নির্বাচনের এক দফা দাবিতে আজ বৃহস্পতিবার ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশব্যাপী  হরতাল ডেকেছে বিএনপি। আজ সকাল ৬টায় চলমান অবরোধ শেষে শুরু হবে দিবসব্যাপী হরতাল।

শেখ হাসিনার পদত্যাগসহ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে, বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণ এবং বিএনপির মহাসচিবসহ সব নেতাকর্মীর মুক্তির দাবিতে চলমান অবরোধ ও হরতাল কর্মসূচি সফল করতে সবাই এগিয়ে আসুন।

জামায়াতে ইসলামীও হরতালের অনুরূপ কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছে। বিএনপির যুগপৎ আন্দোলনের শরিক গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তবাদী  সমমনা জোট, গণতান্ত্রিক বাম ঐক্য, এলডিপি, লেবার পার্টিসহ সমমনা দলগুলোও পৃথকভাবেয়েই অনুরূপ হরতাল কর্মসূচি পালন করবে বলে জানিয়েছে।

উল্লেখ্য, দ্বাদশ সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিলের আজ শেষ তারিখ। এই দিন হরতাল ডেকেছে বিএনপি।
সর্বশেষ সংবাদ
ভারতে মসজিদ ঘিরে ব্যাপক উত্তেজনা, গুলি করে তিন মুসলিমকে হত্যা

ভারতে মসজিদ ঘিরে ব্যাপক উত্তেজনা, গুলি করে তিন মুসলিমকে হত্যা