, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ , ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


মাত্র ২৪ বছর বয়সেই মারা গেলেন বাংলাদেশি ক্রিকেটার

  • আপলোড সময় : ২৯-১১-২০২৩ ০৭:১৬:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-১১-২০২৩ ০৭:১৬:২১ অপরাহ্ন
মাত্র ২৪ বছর বয়সেই মারা গেলেন বাংলাদেশি ক্রিকেটার
এবার না ফেরার দেশে চলে গেলেন বাংলাদেশি তরুণ ক্রিকেটার আব্দুল আলিম হৃদয়। ব্লাড ক্যানসারে আক্রান্ত হওয়া হৃদয় আজ বুধবার ২৯ নভেম্বর চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ঢাকা দ্বিতীয় বিভাগের ক্রিকেটার ছিলেন তিনি।
 
এদিকে গোপিবাগ ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন ক্লাবের হয়ে ঢাকা দ্বিতীয় বিভাগে খেলতেন হৃদয়। বাঁ-হাতি বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংটাও ভালোই করতেন তিনি। ব্লাড ক্যানসারের সঙ্গে লড়াই করেও চলতি মৌসুমে ক্লাবের হয়ে সাতটি ম্যাচ খেলেছিলেন।

তার মৃত্যুতে বিসিবি গভীর সহানুভূতি ও পরিবারের জন্য সমবেদনা জানিয়েছে। ঢাকায় আসার পর প্রথমে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পরবর্তীতে ব্লাড ক্যানসার এবং তারপর ব্রেন স্ট্রোক করে মৃত্যুবরণ করেন হৃদয়।

তার মৃত্যুতে শোক জানিয়েছেন বাংলাদেশ দলের ক্রিকেটার সাইফ উদ্দিন। ফেসবুকে একটি পোস্ট করেন সাইফ। পোস্টে সাইফ উদ্দিন লেখেন, ‘ছোট ভাই হৃদয় আমাদের মাঝে আর নেই। অনেক স্বপ্ন নিয়ে ঢাকা দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগ খেলতে ঢাকায় অবস্থান করছিল, ডেঙ্গু আক্রান্ত হয়ে পরবর্তীতে ব্লাড ক্যানসার এবং ব্রেনস্ট্রোক করে আজকে মারা যায়।’

সাইফ আরও লেখেন, ‘বসবাস করার জন্য ঢাকা অযোগ্য শহর, মানুষের স্বাস্থ্যসুরক্ষা একদম নেই বললেই চলে। কিছুদিন আগে ছেলেটা বিয়ে করেছিল, কত স্বপ্ন ছিল তার পরিবার নিয়ে বাঁচার। কিন্তু নিয়তি তাকে আর থাকতে দিল না। ক্ষণস্থায়ী জীবনের জন্য আমরা কত কিছুই না করি, তাও আমাদের সিস্টেম চেঞ্জ হবে না। ভালো থাকিস ওপারে।’
সর্বশেষ সংবাদ
শাহাবাগ-ঢাবি ক্যাম্পাসে গাড়িতে অপরিচিত মানুষ, সতর্ক অবস্থানে শিক্ষার্থীরা

শাহাবাগ-ঢাবি ক্যাম্পাসে গাড়িতে অপরিচিত মানুষ, সতর্ক অবস্থানে শিক্ষার্থীরা