আবিদ হাসান, হরিরামপুর, মানিকগঞ্জ থেকে: মানিকগঞ্জের হরিরামপুরে চারটি ড্রেজার অকেজো করেছে উপজেলা প্রশাসন। বুধবার দুপুরে উপজেলার চালা ইউনিয়নের সাপাইর ও কল্যাণপুর এলাকার ইছামতী নদী থেকে চারটি ড্রেজারসহ ২০ টি পাইপ অকেজো করে। অভিযান পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) তাপসী রাবেয়া।
এ বিষয়ে জানতে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তাপসী রাবেয়া কে কল দিলেও রিসিভ করেননি। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো শাহরিয়ার রহমান বলেন, উপজেলার চালা ইউনিয়নের সাপাইর এলাকায় ইছামতী নদীতে এসিল্যান্ড আজ অভিযানে গেলে অবৈধ ড্রেজার ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে চারটি ড্রেজার ও কিছু পাইপ অকেজো করে নির্বাহী ম্যাজিস্ট্রেট।
স্থানীয়রা জানান, সাপাইর ও কল্যাণপুর এলাকার একটি সরকারি রাস্তা করার কথা বলে চালা ইউনিয়নের দিয়াবাড়ি এলাকার প্রেমানন্দ ও সুমনসহ কয়েকজন মিলে চারটি ড্রেজার দিয়ে দীর্ঘদিন ধরে সাপাইর ও কল্যাণপুর ইছামতী নদী থেকে বালু তুলছিল। খবর পেয়ে উপজেলা প্রশাসন আজ অভিযানে গেলে অবৈধ ড্রেজার ব্যবসায়ীরা ড্রেজার রেখে পালিয়ে যায়। পরে উপজেলা প্রশাসন চারটি ড্রেজার ও ২০ টি পাইপ অকেজো করে।
ড্রেজারের মালিক প্রেমানন্দ হালদার জানান, চালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিদ চেয়ারম্যানের রাস্তা ভরাটের কাজের জন্য ড্রেজার বসান নদীতে। রাস্তার পাশাপাশি পাশের একটি বাড়ির ১৪ হাজার ফুট ভরাটের কাজ শুরু করলে আজ প্রশাসন তার ২০ টির মতো পাইপ ও তার ড্রেজারসহ আরো তিনটি ড্রেজার পানিতে ডুবিয়ে দিছে।