, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪ , ২৮ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ


মানিকগঞ্জের ঘিওরে ট্রলির চাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু 

  • আপলোড সময় : ২৯-১১-২০২৩ ০৫:০৯:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-১১-২০২৩ ০৫:০৯:২৯ অপরাহ্ন
মানিকগঞ্জের ঘিওরে ট্রলির চাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু 
আবিদ হাসান, ঘিওর (মানিকগঞ্জ) থেকে: মানিকগঞ্জের ঘিওরে ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে  আসিবুল (২২) নামের মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার (২৮ নভেম্বর) সকাল ৮ টার দিকে বরংগাইল - টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের ঘিওর উপজেলাধীন তেরশ্রী এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান, ঘিওর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুর রহমান।

এ সময় ঘটনাস্থল থেকে স্থানীয়রা ট্রলির চালক ও মোটরসাইকেল চালককে উদ্ধার করে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে কিছুক্ষণ পরে চিকিৎসাধীন অবস্থায় মোটরসাইকেল চালকের মৃত্যু হয় বলে জানা গেছে। 

নিহত মোটরসাইকেল চালক মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চকমিরপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে আসিবুল(২২)। 

ঘিওর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুর রহমান জানান,  ঘিওর উপজেলার তেরশ্রী এলাকায় ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। ঘটনাস্থল হতে মোটরসাইকেল ও ট্রলি জব্দ করে ঘিওর থানা পুলিশ হেফাজতে আনা হয়েছে। এবিষয়ে আইনত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।
 
সর্বশেষ সংবাদ
শেখ হাসিনাকে গ্রেফতার করতে ইন্টারপোলের রেড নোটিশ জারি করতে আইজিপিকে চিঠি

শেখ হাসিনাকে গ্রেফতার করতে ইন্টারপোলের রেড নোটিশ জারি করতে আইজিপিকে চিঠি