, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ , ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


দোয়া ও মিলাদ শেষেই মনোনয়ন ফরম জমা দিলেন পাপন

  • আপলোড সময় : ২৯-১১-২০২৩ ০২:৫৪:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-১১-২০২৩ ০২:৫৪:৪৪ অপরাহ্ন
দোয়া ও মিলাদ শেষেই মনোনয়ন ফরম জমা দিলেন পাপন
কিশোরগঞ্জের ভৈরবে আইভি ভবনের সামনে দোয়া ও মিলাদ মাহফিল শেষ করেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভৈরব-কুলিয়ারচর আসনে মনোনয়ন ফরম জমা দিলেন বর্তমান এমপি ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

এর আগে তার বাসা ভৈরবের আইভি ভবনের সামনে বুধবার (২৯ নভেম্বর) বেলা ১১টায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এরপর বেলা ১২টার দিকে ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান সবুজের হাতে মনোনয়ন ফরম জমা দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. সায়দুল্লাহ মিয়া, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম সেন্টু, পৌর মেয়র ইফতেখার হোসেন বেনু, সাবেক রাষ্ট্রপতির একান্ত সচিব মোল্লা শাখাওয়াত হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান মোশতাক আহমেদ বুলবুল, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আবুল মনসুর, শহর আওয়ামী লীগ সভাপতি এসএম বাকি বিল্লাহ, সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ প্রমুখ।

এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তালাওয়াত হোসেন বাবলা, যুগ্ম সম্পাদক খুলিলুর রহমান খুলিল, সাংগঠনিক সম্পাদক মো. শেফাত উল্লাহ, সহ-প্রচার সম্পাদক মোশারফ হোসেন মুছা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবদুল হেকিম রায়হান, সাধারণ সম্পাদক আফজাল হোসেন জামাল, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শামীম আহমেদ খোকন, সাধারণ সম্পাদক রাকিব রায়হান, যুবলীগ আহবায়ক অলিউল ইসলাম অলি, যুগ্ম আহবায়ক অরুন আল আজাদ, ইকবাল হোসেন, আরমান উল্লাহসহ উপজেলা ও পৌর আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।
সর্বশেষ সংবাদ
ভারতে মসজিদ ঘিরে ব্যাপক উত্তেজনা, গুলি করে তিন মুসলিমকে হত্যা

ভারতে মসজিদ ঘিরে ব্যাপক উত্তেজনা, গুলি করে তিন মুসলিমকে হত্যা