, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ , ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


জামতৈল রেলস্টেশনের টিকিটের অনলাইন কার্যক্রম শুরু

  • আপলোড সময় : ২৯-১১-২০২৩ ০২:০৩:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-১১-২০২৩ ০২:০৩:৩০ অপরাহ্ন
জামতৈল রেলস্টেশনের টিকিটের অনলাইন কার্যক্রম শুরু
আমিরুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি: বহুল প্রতীক্ষিত ব্রিটিশ আমলে নির্মিত সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশনের টিকিট এখন পাওয়া যাবে অনলাইনে। বুধবার (২৯ নভেম্বর) সকালে জামতৈল রেলস্টেশনে রেলওয়ের পশ্চিম (পাকশী) সহকারী বাণিজ্যিক কর্মকর্তা নুর আলম এর উপস্থিতিতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সেলিম রেজা প্রথম অনলাইন টিকিট কাটার মাধ্যমে অনলাইন টিকিট কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।

অত্র অঞ্চলের গণ্যমান্য ব্যক্তি-বর্গদের নিয়ে অনলাইন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে কামারখন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম শহিদুল্লাহ সবুজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামারখন্দ থানা অফিসার ইনচার্জ মোহাঃ রেজাউল ইসলাম, ৩নং জামতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মকবুল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম রেজা সেলিম, কামারখন্দ প্রেসক্লাবের সভাপতি দুলাল মন্ডল, বীর মুক্তিযোদ্ধা প্রভাত কুমার দাস প্রমূখ।

উক্ত অনুষ্ঠানে বক্তারা জামতৈল রেলওয়ে স্টেশনকে আরো আধুনিকায়নের পাশাপাশি স্টেশনটিতে ওভারব্রিজের প্রশস্ততা, দ্বিতীয় শ্রেণীর বিশ্রামাগারের বেহাল অবস্থা, স্টেশনের সুইপার না থাকায় জরাজীর্ণ ময়লা আবর্জনার ভাগারে তৈরি হওয়ার কথা তুলে ধরেন। বক্তারা এই সময় উক্ত সমস্যা গুলোর দ্রুত ব্যবস্থার কথা জানান আমন্ত্রিত অতিথির কাছে।

এ ব্যাপারে জামতৈল রেলস্টেশনের স্টেশন মাস্টার আবু হান্নান বলেন, অনলাইন টিকিট কার্যক্রম আজকে উদ্বোধন করা হলেও আগামী ৯ ডিসেম্বর থেকে জন্মনিবন্ধন নাম্বার বা জাতীয় পরিচয়পত্র নাম্বার দিয়ে নিবন্ধনকৃত ব্যক্তিরা অনলাইনে টিকিট কাটতে পারবেন অথবা রেলসেবা অ্যাপসের মাধ্যমে নিবন্ধন হয়ে ঘরে বসে টিকিট ক্রয় করতে পারবেন যাত্রীরা। 
সর্বশেষ সংবাদ
ভারতে মসজিদ ঘিরে ব্যাপক উত্তেজনা, গুলি করে তিন মুসলিমকে হত্যা

ভারতে মসজিদ ঘিরে ব্যাপক উত্তেজনা, গুলি করে তিন মুসলিমকে হত্যা