, সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪ , ১৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম নিলেন গণশিক্ষা প্রতিমন্ত্রী ও তার ছেলে

  • আপলোড সময় : ২৯-১১-২০২৩ ০৯:৩১:২০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-১১-২০২৩ ০৯:৩১:২০ পূর্বাহ্ন
স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম নিলেন গণশিক্ষা প্রতিমন্ত্রী ও তার ছেলে
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৪ (রৌমারী, রাজিবপুর ও চিলমারী) আসনে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন ও তার ছেলে সাফায়াত বিন জাকির। গতকাল মঙ্গলবার ২৮ নভেম্বর বিকেলে রৌমারী উপজেলা নির্বাচন অফিস থেকে তারা মনোনয়ন ফরম সংগ্রহ করেছে।

এদিকে কুড়িগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা জিলহাজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে রোববার (২৬ নভেম্বর) বিকেলে কেন্দ্রীয় কার্যালয় থেকে কুড়িগ্রাম-৪ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী হিসেবে বিপ্লব হাসান পলাশের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
 
এদিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম তোলার কথা স্বীকার করে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের ছেলে সাফায়াত বিন জাকির বলেন, এলাকাবাসী আমাদের চাচ্ছেন। এ জন্য মনোনয়নপত্র তোলা হয়েছে।

রাজিবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ছক্কু বলেন, দলের সভানেত্রী শেখ হাসিনা যাচাই-বাচাই করে অ্যাডভোকেট বিপ্লব হাসানকে দলীয় মনোনয়ন দিয়েছেন। কিন্তু ব্যক্তি স্বার্থের ব্যাঘাত ঘটায় প্রতিমন্ত্রী জাকির হোসেন ও তার ছেলে সাফায়াত বিন জাকির স্বতন্ত্রের মনোনয়ন পত্র তুলেছেন। এটা দলের ভাবমূর্তি ক্ষুণ্ণের সামিল বলে আমি মনে করি।

এদিকে কুড়িগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা জিলহাজ উদ্দিন বলেন, কুড়িগ্রাম-৪ আসনে প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন ও তার ছেলে সাফায়াত বিন জাকির স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন সংগ্রহ করেছেন। ৩০ তারিখের মধ্যে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন।
বাংলাদেশ নিয়ে ভারতে বাড়াবাড়ি হচ্ছে: পশ্চিমবঙ্গের মন্ত্রী

বাংলাদেশ নিয়ে ভারতে বাড়াবাড়ি হচ্ছে: পশ্চিমবঙ্গের মন্ত্রী