এবার জেজে স্মিটের ঝড়ো ইনিংস দলকে এনে দিল দেড়শ ছাড়ানো পুঁজি। বাকিটা সারলেন বোলাররা। তানজানিয়াকে অনায়াসে হারিয়ে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকেট নিশ্চিত করল নামিবিয়া। আফ্রিকা অঞ্চলের বাছাইয়ের ম্যাচে উইন্ডহকয়ে মঙ্গলবার তানজানিয়াকে ৫৮ রানে হারায় স্বাগতিকরা।
এদিকে প্রথম পাঁচ ম্যাচের সবগুলো জিতে প্রথম দল হিসেবে এই অঞ্চলের বাছাই পেরিয়ে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা পেল নামিবিয়া। ১০ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে দলটি। ৭ দলের লড়াইয়ে এখান থেকে মূল পর্বের টিকেট পাবে টেবিলের শীর্ষ দুই দল। বাকি একটি স্থানের জন্য লড়াইয়ে আছে এখন উগান্ডা, কেনিয়া, জিম্বাবুয়ে ও নাইজেরিয়া।
উগান্ডার ও কেনিয়ার ভাগ্য আছে নিজেদের হাতে। জিম্বাবুয়ে ও নাইজেরিয়াকে তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচগুলো দিকেও। ৪ ম্যাচে সমান ৬ পয়েন্ট নিয়ে উগান্ডা দুইয়ে, কেনিয়া তিনে আছে। চারে জিম্বাবুয়ের পয়েন্ট ৪, তিন নম্বরে নাইজেরিয়ার ৩ পয়েন্ট। সবাই ম্যাচ খেলবে ৬টি করে। নামিবিয়ার পঞ্চম জয়ের নায়ক স্মিট।
চার নম্বরে নেমে ২৫ বলে ৪ ছক্কা ও একটি চারে অপরাজিত ৪০ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। নামিবিয়ার করা ১৫৭ রানের জবাবে ৯৯ রানেই গুটিয়ে যায় তানজানিয়া। এই নিয়ে টানা তৃতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে নামিবিয়া। ২০২১ আসরে তারা উঠেছিল সুপার টুয়েলভে। গত বছরের আসরে বিদায় নেয় গ্রুপ পর্ব থেকে।
এদিকে ২০ দলের ২০২৪ আসর হবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে। ১৮ দলের জায়গা নিশ্চিত হয়েছে আগেই। স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র, ২০২২ বিশ্বকাপের শীর্ষ আট দল- অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নেদারল্যান্ডস, নিউ জিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা এবং র্যাঙ্কিংয়ের ভিত্তিতে আফগানিস্তান ও বাংলাদেশ জায়গা পায় মূল আসরে।
ইউরোপিয়ান অঞ্চলের বাছাই পেরিয়ে আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড, পূর্ব এশিয়া প্যাসিফিক থেকে পাপুয়া নিউ গিনি, আমেরিকা থেকে কানাডা, এশিয়া থেকে নেপাল ও ওমান জায়গা করে নেয় মূল পর্বে। বিশ্বকাপে ২০ দল চারটি গ্রুপে ভাগ হয়ে খেলবে প্রথম রাউন্ডে। প্রতি গ্রুপের শীর্ষ দুটি দল যাবে সুপার এইটে। সেখানে দলগুলো খেলবে দুটি গ্রুপে ভাগ হয়ে। দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল খেলবে সেমি-ফাইনালে।