এবার ইউরোপের সবচেয়ে বেশি জীবন্ত আগ্নেয়গিরির দেশ বলা হয় আইসল্যান্ডকে। এসব আগ্নেয়গিরির কারণে দেশটিতে প্রায়ই ভূমিকম্প অনুভূত হয়। এবার একদিনেই আইসল্যান্ডে অনুভূত হলো ৭০০ ভূমিকম্প। তবে এসব ভূমিকম্পে তেমন শক্তিশালী না হওয়ায় প্রাণহানি বা কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
এদিকে ব্রিটিশ সংবাদমাধ্যম ইনডিপেনডেন্ট জানিয়েছে, গত রোববার ২৬ নভেম্বর আইসল্যান্ডে এসব ভূমিকম্প অনুভূত হয়। এর মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে গ্রিন্ডাভিক শহরের কাছে, রিখটার স্কেলে যার মাত্রা ছিল ২.৭। আইসল্যান্ডের আবহাওয়া অফিস এ নিয়ে বিশেষ সতর্কতা জারি করেছে।
গতকাল সোমবার ২৭ নভেম্বর জারি করা সতর্কতায় বলা হয়, জীবন্ত আগ্নেয়গিরি যেসব এলাকায় রয়েছে, সেখানে লাভার উদ্গিরণ হতে পারে। এ নিয়ে সতর্ক থাকতে হবে। স্থানীয় আবহাওয়া অফিসের ওয়েবসাইটে প্রকাশিত তথ্যানুযায়ী, ৭০০ ভূমিকম্পের মধ্যে ৩০০টি নিয়ে শঙ্কা রয়েছে। কারণ এসব কম্পন ‘উদ্বেগজনক’ মাত্রায় ছিল।
এর আগে আইসল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় রেইকজেনেস উপদ্বীপে মাত্র ১৪ ঘণ্টায় ৮০০ বার ভূমিকম্প আঘাত হেনেছিল। গত ১০ নভেম্বর দুপুর থেকে মধ্যরাত পর্যন্ত এসব ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের পরপরই দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছিল।
এদিকে আইসল্যান্ডের আবহাওয়া অফিসের তথ্য বলছে, অক্টোবরের শেষ থেকে এ পর্যন্ত রেইকজেনেস উপদ্বীপে ২৪ হাজার ভূ-কম্পন অনুভূত হয়েছে।