, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ , ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


ঠাকুরগাঁওয়ে নিজের ট্রাক্টরে চাপা পড়ে চালকের মৃত্যু

  • আপলোড সময় : ২৮-১১-২০২৩ ০৩:১৫:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-১১-২০২৩ ০৩:১৫:৩৮ অপরাহ্ন
ঠাকুরগাঁওয়ে নিজের ট্রাক্টরে চাপা পড়ে চালকের মৃত্যু
ফরিদুল ইসলাম রঞ্জু, ঠাকুরগাঁও থেকে:  ঠাকুরগাঁওয়ে ট্রাক্টর দিপড জমিতে হাল চাষের সময় নিজের ট্রাক্টরের নিচে চাপা পড়ে জাহিদ হাসান (২২) নামে ওই ট্রাক্টর চালকের মৃত্যু হয়েছে। সোমবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের তারাঞ্জুবাড়ি এলাকার চিলিভীটা মাঠে এঘটনা ঘটে। নিহত জাহিদ হাসান উপজেলার পাড়িয়া ইউনিয়নের বড় মাছখুড়িয়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

নিশ্চিত করেছেন বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম।

স্থানীয়রা জানান, সোমবার সন্ধ্যার দিকে ট্রাক্টর দিয়ে জমিতে হাল দেওয়ার সময়  নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরের নিচে চাপা পড়ে জাহিদ। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রাক্টরটি উদ্ধার করে আমজানখোর ইউনিয়ন পরিষদে রাখা হয়েছে ও এঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

 
সর্বশেষ সংবাদ
ভারতে মসজিদ ঘিরে ব্যাপক উত্তেজনা, গুলি করে তিন মুসলিমকে হত্যা

ভারতে মসজিদ ঘিরে ব্যাপক উত্তেজনা, গুলি করে তিন মুসলিমকে হত্যা