, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ , ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


বঙ্গবন্ধু সরকারি কলেজে ৭৫ পরীক্ষার্থীর মধ্যে ৭৩ জনই ফেল

  • আপলোড সময় : ২৮-১১-২০২৩ ০২:১০:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-১১-২০২৩ ০২:১০:৫২ অপরাহ্ন
বঙ্গবন্ধু সরকারি কলেজে ৭৫ পরীক্ষার্থীর মধ্যে ৭৩ জনই ফেল
রাজবাড়ীর পাংশা উপজেলায় বঙ্গবন্ধু সরকারি কলেজের এইচএসসি পরীক্ষায় ৭৫ জন পরীক্ষা দিয়ে পাস করেছে মাত্র দুইজন। প্রতিষ্ঠানটিতে গড় পাসের হাড় ২.৬৭ শতাংশ। প্রতিষ্ঠানটির এই ফলাফলে ক্ষুব্ধ এলাকাবাসী। তবে পাস করা দুইজন শিক্ষার্থীর মধ্যে একজন জিপিএ-৫ পেয়েছে।  

কলেজটি প্রতিষ্ঠিত হয় ১৯৯৪ সালে। কলেজটিতে অধ্যক্ষসহ পাঠদানের জন্য রয়েছে ২৭ জন শিক্ষক ও ১৪ জন কর্মচারী। ২০২১ সালে এটি জাতীয়করণ হয়। 

স্থানীয়রা জানান, প্রতিষ্ঠার পর থেকে এইচএসসির ফলাফল মোটামোটি ভালো ছিলো। তবে সরকারি হওয়ার পর থেকে কলেজের ফলাফলের মান অনেক খারাপ। শিক্ষকরা ছাত্র-ছাত্রীদের ঠিকমত পাঠদান করান না। 

কলেজের অধ্যক্ষ মো. নবিউল ইসলামের সঙ্গে মুঠোফোনে ফলাফল কেন খারাপ হয়েছে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, আমি একটি অনুষ্ঠানে রয়েছি পরে কথা বলবো।

এ বিষয়ে সরিষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজমল আল বাহার বলেন, আমাদের এলাকা থেকে কলেজ অনেক দূরে। এজন্য নিম্ন আয়ের পরিবারের শিক্ষার্থীরা যাতে কম খরচে লেখাপড়া করতে পারে সেই উদ্দেশ্যে কলেজটি প্রতিষ্ঠা করা হয়। যখন ম্যানেজিং কমিটির মাধ্যমে কলেজ পরিচালনা হত তখন ফলাফল অনেক ভালো ছিল।

কলেজটি সরকারি হওয়ার পর আমরা ভেবেছিলাম পড়ালেখার মান আরো বাড়বে। কিন্তু পড়ালেখার মান অনেক খারাপ হয়েছে। অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। সরকারি হবার পর শিক্ষকদের শ্রেণি কক্ষে যাওয়ার পরিমানও কমেছে। শিক্ষা মন্ত্রণালয়কে কলেজটি তদন্ত করার দাবি জানাই।  
সর্বশেষ সংবাদ
ভারতে মসজিদ ঘিরে ব্যাপক উত্তেজনা, গুলি করে তিন মুসলিমকে হত্যা

ভারতে মসজিদ ঘিরে ব্যাপক উত্তেজনা, গুলি করে তিন মুসলিমকে হত্যা