, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ , ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ


ট্রেনের ধাক্কায় ঝরল ৩ হাতির প্রাণ

  • আপলোড সময় : ২৮-১১-২০২৩ ১১:১৭:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-১১-২০২৩ ১১:১৭:৪২ পূর্বাহ্ন
ট্রেনের ধাক্কায় ঝরল ৩ হাতির প্রাণ
এবার ভারতের আলিপুরদুয়ারে শিলিগুড়িগামী একটি মালগাড়ির ধাক্কায় শাবকসহ ৩টি হাতির মৃত্যু হয়েছে। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, গতকাল (২৭ নভেম্বর) সোমবার ভারতের আলিপুরদুয়ারে রেলপথে শিলিগুড়িগামী মালগাড়ি শিকারি গেট এলাকা পেরিয়ে কালচিনির দিকে যাওয়ার সময় একটি শাবকসহ ১টি বড় হাতি রেল লাইন পার হচ্ছিল।

সেই সময়  ট্রেনের ধাক্কায় মোট ৩টি হাতির মৃত্যু হয়। বলা হয় ওই অঞ্চলে রাতে কুয়াশার মধ্য়ে দৃশ্যমানতা কমে যাওয়ায় রেললাইনে হাতি আছে কিনা তা বোঝা যায় না। আলো পড়লে ধাঁধিয়ে যায় হাতির চোখ।

কিন্তু দিনের বেলা কেন চালক হাতির অবস্থান বুঝতে পারলেন না, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। তাই স্থানীয় রেল কর্তৃপক্ষ ঘটনাটি চালকের কাছ থেকে জানার চেষ্টা করছেন।

এদিকে ভারতের বন ও পরিবেশ মন্ত্রণালয়ের রিপোর্ট বলছে, দেশটিতে ২০০৯ থেকে ২০২১ সাল পর্যন্ত ১৮৬টি হাতি ট্রেনের ধাক্কায় মারা গেছে। সবচেয়ে বেশি মারা গেছে আসামে ৬২টি, তারপর পশ্চিমবঙ্গে ৫৭টি।