, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ , ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


আইপিএলে খেলতে চান হাসান আলি

  • আপলোড সময় : ২৮-১১-২০২৩ ১০:০৯:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-১১-২০২৩ ১০:০৯:১১ পূর্বাহ্ন
আইপিএলে খেলতে চান হাসান আলি
জনপ্রিয় আইপিএলের নিলামে যখন দেশ-বিদেশের তারকা ক্রিকেটারদের আকাশছোঁয়া দাম ওঠে, তখন ক্রিকেটপ্রেমীদের অনেকেই আফসোস করে বলতে থাকেন, পাকিস্তানি ক্রিকেটাররা আইপিএল খেলার সুযোগ পেলে, তাদের দাম কতো করে উঠতে পারতো? আইপিএলের প্রথম আসরে খেলেছিলেন পাকিস্তানের একঝাঁক তারকা ক্রিকেটার। শোয়েব আখতার, শহিদ আফ্রিদি, মোহাম্মদ হাফিজ, সালমান বাট, কামরান আকমল, সোহেল তনভিররা বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে দুর্দান্ত পারফর্মও করেছিলেন।

সেবারের চ্যাম্পিয়ন রাজস্থান রয়্যালসের হয়ে দারুণ খেলেছিলেন সোহেল তানভির। কিন্তু ২০০৮ সালে মুম্বাই হামলার পর থেকে আর আইপিএলে খেলার সুযোগ পাননি পাকিস্তানি ক্রিকেটাররা। আইপিএলে পাকিস্তানের ক্রিকেটারদের নিষিদ্ধ করে দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এরপর থেকে গত ১৫টি বছর আইপিএলে নিষিদ্ধ প্রতিবেশি দেশের দুর্দান্ত সব ক্রিকেটাররা। নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ভারতের মাল্টি মিলিয়ন ডলারের এই ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে খেলতে চান পাকিস্তানি পেসার হাসান আলি।

এদিকে বিশ্বের অধিকাংশ ক্রিকেটারই আইপিএলের দিকে তাকিয়ে থাকেন। ব্যতিক্রম নন পাকিস্তানের ক্রিকেটারেরাও। কিন্তু তাদের ইচ্ছা থাকলেও উপায় নেই। হাসান আলি বলেন, ‘সব ক্রিকেটারই আইপিএল খেলতে চায়। আমিও তার বাইরে নই। সুযোগ পেলে অবশ্যই আইপিএল খেলব। আইপিএল এখন বিশ্বের অন্যতম বড় এবং সেরা লিগ। ভবিষ্যতে সুযোগ পেলে অবশ্যই আইপিএলে খেলতে চাইব আমি।’

কিন্তু খেলবেন কী করে? পাকিস্তানের অন্য ক্রিকেটারদের মতো তারও এটাই চিন্তা। হাসানের আশা, ভারত-পাকিস্তানের রাজনৈতিক বিরোধ বছরের পর বছর চলতে পারে না। এক দিন না একদিন সব ঠিক হয়ে যাবে। আইপিএলের দরজাও আবার খুলে যাবে পাকিস্তানের ক্রিকেটারদের জন্য। পাক পেসারের আশা, তার ক্রিকেটজীবনের মধ্যেই মিটে যাবে দু’দেশের সমস্যা। সুদিনের জন্য অপেক্ষা করতে চান তিনি।
সর্বশেষ সংবাদ
ভারতে মসজিদ ঘিরে ব্যাপক উত্তেজনা, গুলি করে তিন মুসলিমকে হত্যা

ভারতে মসজিদ ঘিরে ব্যাপক উত্তেজনা, গুলি করে তিন মুসলিমকে হত্যা