, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ , ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ


খুব দ্রুতই একটি বিশ্বকাপ জিতবে ভারত: রবি শাস্ত্রী

  • আপলোড সময় : ২৮-১১-২০২৩ ০৯:৫০:৫৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-১১-২০২৩ ০৯:৫০:৫৪ পূর্বাহ্ন
খুব দ্রুতই একটি বিশ্বকাপ জিতবে ভারত: রবি শাস্ত্রী
গত ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জয়ের স্বপ্ন অধরা থাকলেও আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা জিতবে ভারত। এমন মন্তব্য করেছেন দেশটির সাবেক কোচ ও অধিনায়ক রবি শাস্ত্রী। ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল হারের পেছনে দলের পারফরম্যান্স নয় বরং ভাগ্যকেই দুষলেন সাবেক এই ক্রিকেটার।
 
তীরে এসে তরী ডোবা। এই শব্দটা পুরোপুরি মিলে যায় ভারতের সঙ্গে। বিশ্বকাপের পুরো আসর জুড়ে যেই দলটা ডমিনেট করেছে অন্য দলগুলোকে, ঘরের মাঠে সে দলটাই মুখ থুবরে পড়েছে ফাইনালে। অস্ট্রেলিয়ার কাছে ভারতের এমন একপেশে হারের ব্যাখ্যা অনেকেই দিচ্ছেন অনেকভাবে। তবে, সাবেক কোচ ও অধিনায়ক রবি শাস্ত্রী বলছেন ভিন্ন কথা।
 
গত ২০১১ সালের পর আর কোনো বিশ্বকাপ শিরোপার স্বাদ পায়নি ভারত। যদিও, এবার সবাই ধরেই নিয়েছিলো টিম ইন্ডিয়ার হাতেই উঠবে মেগা ইভেন্টের শিরোপা। কিন্তু উড়তে থাকা দলটা এক বুক হতাশা নিয়েই আসর শেষ করেছে। রবি শাস্ত্রী মনে করেন শুধু পারফরম্যান্সই নয়, ফাইনালে প্রয়োজন ছিলো ভাগ্যেরও।

ভারতের সাবেক ক্রিকেটার ও কোচ রবি শাস্ত্রী বলেন, 'সত্যি বলতে শক্তিশালী দল হয়েও বিশ্বকাপ জিততে না পারা কষ্টের। কিন্তু সহজে কিছু আসে না। শচীন টেন্ডুলকারকেও ছয়টি বিশ্বকাপ অপেক্ষা করতে হয়েছে। এতো সহজে বিশ্বকাপ জেতা যায় না।' ওয়ানডে বিশ্বকাপ শেষ। তবে, শেষ হয়নি বিশ্বকাপ উন্মাদনা। আগামী জুনে উত্তর আমেরিকায় হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর সেখানেই দল নিজেদের সামর্থ্য ভালোভাবে জাহির করবে বলে মনে সাবেক এই কোচ।

রবি শাস্ত্রী বলেন, 'হার কষ্টদায়ক। তবে আমাদের ছেলেরা অনেক কিছু শিখতে পেরেছে। আমি দেখছি ভারত খুব দ্রুত একটা বিশ্বকাপ জিততে চলেছে। হয়তো সেটা ৫০ ওভারের নয়। দলটাও নতুন করে সাজাতে হবে। তবে, টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত দল সবাইকে চ্যালেঞ্জ জানাবে। আর আমার মতে ভারতীয় দলের এখন থেকেই শর্টার ফরম্যাটের প্রস্তুতি নেয়া উচিত।'
 
এদিকে সবশেষ ২০১৩ সালে আইসিসি'র কোনো ট্রফি ঘরে তুলেছিলো ভারত। ইংল্যান্ডে স্বাগতিকদের হারিয়ে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে জিতেছিলো চ্যাম্পিয়ন্স ট্রফি শিরোপা।