, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


জাপা নয়, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন রাঙ্গা

  • আপলোড সময় : ২৭-১১-২০২৩ ০৭:৫৪:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-১১-২০২৩ ০৭:৫৪:৩৮ অপরাহ্ন
জাপা নয়, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন রাঙ্গা
এবার স্বতন্ত্র প্রার্থী হয়ে দ্বাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন জাতীয় পার্টির (জাপা) সাবেক মহাসচিব ও প্রেসিডিয়াম সদস্য মসিউর রহমান রাঙ্গা। আজ সোমবার ২৭ নভেম্বর রাঙ্গা গণমাধ্যমকে জানান, স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি রংপুর-১ আসন থেকে নির্বাচনে লড়বেন। যে আসন থেকে তিনি এর আগে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

তিনি বলেন, জাতীয় পার্টি এখন পরগাছা দলে রূপান্তরিত হয়েছে। আওয়ামী লীগের ওপর ভর করে আর কতদিন? এদিকে জাপার কেন্দ্রীয় কার্যালয়ে দ্বাদশ সংসদ নির্বাচনের জন্য ২৮৯ আসনে প্রার্থী ঘোষণা করছেন দলটির মহাসচিব মো. মজিবুল হক চুন্নু।

এদিকে জাতীয় পার্টিতে দলের প্রধান পৃষ্ঠপোষক ও বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এবং চেয়ারম্যান জি এম কাদেরের দ্বন্দ্বে রওশনের পক্ষে অবস্থান নিয়ে গত বছর আলোচনায় আসেন মসিউর রহমান রাঙ্গা। এর রেশ ধরে ১৪ সেপ্টেম্বর রাঙ্গাকে দলের সব পদ থেকে অব্যাহতি দেন জিএম কাদের।

গত বছরের ৩১ আগস্ট জিএম কাদেরকে বাদ দিয়ে জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করেন রওশন এরশাদ। এতে ক্ষিপ্ত হয়ে সংসদের বিরোধীদলীয় নেতার পদ থেকে রওশনকে সরিয়ে নিজেকে বিরোধীদলীয় নেতা করতে স্পিকারকে চিঠি দেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। জেলা জাতীয় পার্টির রাজনীতি থেকে উঠে আসা রাঙ্গা ২০০১ সালে রংপুর-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

পরে ২০১৪ সালের দশম সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়নে তিনি একই আসন থেকে ফের এমপি নির্বাচিত হয়েছিলেন এবং সেবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন রাঙ্গা।
 
 
সেনাকুঞ্জে কুশল বিনিময় করলেন ‍ড. মুহাম্মদ ইউনূস-খালেদা জিয়া

সেনাকুঞ্জে কুশল বিনিময় করলেন ‍ড. মুহাম্মদ ইউনূস-খালেদা জিয়া