সরকার পতনের এক দফা দাবিতে মঙ্গলবার একদিনের বিরতি দিয়ে বুধবার অবরোধ ও বৃহস্পতিবার হরতাল দিয়েছে বিএনপি।
আজ সোমবার ৪৮ ঘণ্টার অবরোধ শেষ হওয়ার আগে বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।
রিজভী বলেন, বুধবার ভোর ৬টা থেকে বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টার অবরোধ হবে। বৃহস্পতিবার ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতাল পালিত হবে।