দেশের আলোচিত নাম ক্রিকেটার সাকিব আল হাসান। সম্প্রতি খেলার মাঠ ছেড়ে রাজনীতির মাঠে ব্যস্ত সময় পার করছেন তিনি। তারই অংশ হিসেবে এবার সাকিব গেলেন বাংলাদেশ নির্বাচন কমিশনে। লক্ষ্য মাগুরার ভোটার হওয়া। আজ সোমবার ২৭ নভেম্বর দুপুরে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশনে যান সাকিব আল হাসান।
সে সময়ে তিনি অভ্যর্থনা কক্ষে কথা বলেন এবং জাতীয় পরিচয়পত্র সংশোধনের বিষয়ে তথ্য নেন। পরে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ কে এম হুমায়ূন কবীরের সঙ্গে কথা বলেন সাকিব। জানা গেছে, সাকিব আল হাসান ঢাকার ভোটার। মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় তিনি নিজের ভোটার এলাকা পরিবর্তন করতে চান।
এদিকে মাগুরার ভোটার না হলেও তিনি সেখানে নির্বাচন করতে পারবেন, তবে ভোট দিতে পারবেন না। অভ্যর্থনা কক্ষ থেকে নিখিল বিশ্বাস জানান, 'সাকিব আল হাসান এসেছেন তার নির্বাচনী এলাকায় ভোটার তালিকা স্থানান্তর করতে। তিনি ঢাকার ভোটার। এখন মাগুরায় ভোটার স্থানান্তর করতে চান। এই বিষয়ে জিজ্ঞেস করলে আমি তাকে ডিজির কাছে পাঠিয়ে দিয়েছি।’
এ সময় তিনি আরও বলেন, 'এমপি ইলেকশন করতে হলে ভোটার স্থানান্তর করার প্রয়োজন পড়ে না। তারপরও সে নিজের এলাকায় নিজে ভোট দিতে চাইলে তাকে তার এলাকার ভোটার হতে হয়। সম্ভবত এজন্যই তিনি ভোটার স্থানান্তর করতে এসেছেন।'
এ বিষয়ে অনুবিভাগের মহাপরিচালক এ কে এম হুমায়ূন কবীর বলেন, 'ভোটার তো আর আমি দেখি না। ভোটার দেখে নির্বাচন ব্যবস্থাপনা শাখা-১ এর যুগ্ম সচিব মো. আবদুল বাতেন। আমি তার কাছে সাকিবকে যেতে বলেছি। এছাড়া আমি আগে খেলাধুলা করতাম। পূর্ব পরিচিত হওয়ায় তিনি দেখা করতে এসেছিলেন।’