, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ , ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ


আট জেলায় ১০ যানবাহনে আগুন

  • আপলোড সময় : ২৭-১১-২০২৩ ০২:৫৩:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-১১-২০২৩ ০২:৫৩:০৮ অপরাহ্ন
আট জেলায় ১০ যানবাহনে আগুন ছবি: সংগৃহীত
আট জেলায় ১০ যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রবিবার সকাল ছয়টা থেকে আজ সোমবার সকাল ছয়টা পর্যন্ত সারা দেশে এ ঘটনা ঘটেছে।  এর মধ্যে সবচেয়ে বেশি নাটোরে। ফায়ার সার্ভিসের মিডিয়া সেল এ তথ্য জানিয়েছে।

আজ সোমবার মিডিয়া সেলের পাঠানো বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা, নওগাঁ, কিশোরগঞ্জ, খাগড়াছড়ি, দিনাজপুর, রাজশাহী ও সিলেটে ১টি করে যানবাহনে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করেছে। সবচেয়ে বেশি তিনটি যানবাহনে আগুন দেওয়া হয়েছে নাটোরে।

আগুনে পোড়া যানবাহনগুলোর মধ্যে ৫টি বাস, চারটি ট্রাক ও একটি কাভার্ড ভ্যান। এসব আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট কাজ করেছে। 
বিজ্ঞপ্তি অনুযায়ী, গতকাল রবিবার রাত আটটার দিকে ঢাকায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে রাজধানীর যাত্রাবাড়ীতে হানিফ ফ্লাইওভারের নিচে। এ ছাড়া, রাতে নওগাঁয় মহাদেবপুর বাজার, খাগড়াছড়ির জালিয়ারপাড়া, কিশোরগঞ্জে কুলিয়ারচর, দিনাজপুরের বীরগঞ্জ, রাজশাহী বিশ্ববিদ্যালয় এলাকার মতিহার, সিলেটে দক্ষিণ সুরমার লালবাজার ও নাটোরে বনপাড়ার মহিষাভাঙ্গায় যানবাহনে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ২৮ অক্টোবর থেকে ২৭ নভেম্বর সকাল ৬টা পর্যন্ত দুর্বৃত্তদের দেওয়া মোট ২১৮টি অগ্নিসংযোগের (কয়েকটি স্থাপনাসহ) খবর পেয়েছে ফায়ার সার্ভিস।
সর্বশেষ সংবাদ
তীব্র গরমে শ্রেণিকক্ষেই জ্ঞান হারাল ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী

তীব্র গরমে শ্রেণিকক্ষেই জ্ঞান হারাল ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী