, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ , ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


প্রধানমন্ত্রীসহ এবার নৌকার মনোনয়ন পেলেন ২৪ নারী

  • আপলোড সময় : ২৭-১১-২০২৩ ০১:৫৫:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-১১-২০২৩ ০১:৫৫:০০ অপরাহ্ন
প্রধানমন্ত্রীসহ এবার নৌকার মনোনয়ন পেলেন ২৪ নারী ছবি: সংগৃহীত
দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের মনোনয়ন পেলেন ২৪ নারী। তাদের মধ্যে ৯ জন এবারই প্রথম মনোনয়ন পেয়েছেন। নতুন মনোনয়ন পাওয়াদের মধ্যে রয়েছেন একাদশ সংসদের সংরক্ষিত আসনের তিন এমপি এবং নবম সংসদের একজন এমপি। বাকিরা চলতি একাদশ সংসদের সরাসরি নির্বাচিত এমপি। অপরদিকে একাদশ সংসদে এমপি এমন ৪ নারী এবার মনোনয়ন বঞ্চিত হয়েছেন।

গাইবান্ধা-১ আসনে আনন্দ গ্রুপের এমডি আফরুজা রাবী এবার আওয়ামী লীগের নমিনেশন পেয়েছেন। সিরাজগঞ্জ-২ আসনে মনোনয়ন পেয়েছেন জান্নাত আরা হেনরি। দলীয় এমপি হাবিবে মিল্লাতকে বাদ দিয়ে তাকে মনোনয়ন দেওয়া হয়েছে। হেনরি নবম সংসদ নির্বাচনে মনোনয়ন পেলেও পরাজিত হয়েছিলেন। বরগুনা-২ আসনে দলীয় এমপি শওকত আচানুর রহমান রিমনকে বাদ দিয়ে মনোনয়ন দেওয়া হয়েছে সুলতানা নাদিরাকে। এ আসনের সাবেক এমপি মরহুম গোলাম সবুর টুলুর স্ত্রী নাদিরা চলতি একাদশ সংসদে সংরক্ষিত আসনের এমপি।

বরিশাল-৪ আসনে এবার প্রথমবারের মতো মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদ। দলের এমপি পংকজ দেবনাথকে সরিয়ে তাকে এ আসনে মনোনয়ন দেওয়া হয়েছে। ময়মনসিংহ-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন প্রধানমন্ত্রীর সাবেক বিশেষ সহকারী মরহুম মাহবুবুল হক শাকিলের স্ত্রী গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নিলুফার আনজুম (পপি), ঢাকা-৪ আসনে মনোনয়ন পেয়েছেন দলের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট সানজিদা খানম।

সানজিদা নবম সংসদ নির্বাচনে আওয়ামী লীগের টিকিটে এ আসন থেকে নির্বাচিত হন। পরে ২০১৩ ও ২০১৮ সালে আসনটি জাতীয় পার্টিকে ছেড়ে দেওয়া হয়। সানজিদা দশম সংসদে সংরক্ষিত আসন থেকে এমপি নির্বাচিত হয়েছিলেন। বর্তমান সংসদে সংরক্ষিত আসনের এমপি রুমানা আলী গাজীপুর-৩ আসনের টিকিট পেয়েছেন। রুমানা এ আসন থেকে একাধিকবার নির্বাচিত এমপি মরহুর রহমত আলীর মেয়ে। লক্ষ্মীপুর-৪ আসন থেকে মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী। লাইলী নবম সংসদে সংরক্ষিত আসনের এমপি ছিলেন। চট্টগ্রাম-২ আসন থেকে নৌকার টিকিট পেয়েছেন খাদিজাতুল আনোয়ার। সাবেক এমপি মরহুম রফিকুল আনোয়ারের কন্যা খাদিজাতুল আনোয়ার চলতি একাদশ সংসদের সংরক্ষিত আসনের এমপি।

চলতি সংসদের সদস্যদের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা (গোপালগঞ্জ-৩) ছাড়াও যারা মনোনয়ন পেয়েছেন তারা হলেন– রংপুর-৬ আসনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, গাইবান্ধা-২ আসনের মাহবুব আরা গিনি, গাইবান্ধা-৩ আসনের উম্মে কুলসুম স্মৃতি, বগুড়া-১ আসনের সাহাদারা মান্নান, বাগেরহাট-৩ আসনের হাবিবুন্নাহার, শেরপুর-২ আসনের সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী, কিশোরগঞ্জ-১ আসনের সৈয়দা জাকিয়া নুর, মানিকগঞ্জ-২ আসনের মমতাজ বেগম, মুন্সীগঞ্জ-২ আসনের সাগুফতা ইয়াসমিন, গাজীপুর-৪ আসনের সিমিন হোসেন রিমি, গাজীপুর-৫ আসনের মেহের আফরোজ, কুমিল্লা-২ আসনের সেলিমা আহমাদ, চাদঁপুর-৩ আসনের দীপু মনি ও কক্সবাজার-৪ আসনের শাহীন আক্তার।

এদিকে চলতি সংসদের সদস্যদের মধ্যে সিরাজগঞ্জ-৬ আসনের মেরিনা জাহান, খুলনা-৩ আসনের মন্নুজান সুফিয়ান, সুনামগঞ্জ-২ আসনের জয়া সেন গুপ্তা ও নোয়াখালী-৬ আসনের আয়েশা ফেরদাউস এবার মনোনয়ন বঞ্চিত হয়েছেন।
সর্বশেষ সংবাদ
ভারতে মসজিদ ঘিরে ব্যাপক উত্তেজনা, গুলি করে তিন মুসলিমকে হত্যা

ভারতে মসজিদ ঘিরে ব্যাপক উত্তেজনা, গুলি করে তিন মুসলিমকে হত্যা