, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ , ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ


কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের মঞ্চনাটকে চিত্রনায়ক রিয়াজ  

  • আপলোড সময় : ১৬-০৫-২০২৩ ০৫:০৭:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৫-২০২৩ ০৫:০৭:২৮ অপরাহ্ন
কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের মঞ্চনাটকে চিত্রনায়ক রিয়াজ  


কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের (সিইউবি) ইংলিশ ডিপার্টমেন্টের সহযোগিতায় "সিইউবি কারপে ডিয়াম ক্লাব" (ইংলিশ ক্লাব) মঞ্চস্থ করলো গ্রিক মিথোলোজি ড্রামা ‘দা ট্রাজিক ফেইট অব মেডুসা’। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত চিত্রনায়ক রিয়াজ আহমেদ।  

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ক্যাম্পাস মিলনায়তনে মঞ্চস্থ হয় নাটকটি। নাটকের কেন্দ্রীয় চরিত্র মেডুসা গ্রিক ট্র্যাজেডির একজন সুন্দরী নারী চরিত্র যাকে বিভিন্ন দেবতারা ধর্ষণপূর্বক শিরশ্ছেদ করে হত্যা করেছিলেন। কিন্তু ট্র্যাজেডি এবং অপমানের মুখেও মেডুসাকে অর্থবহ হিসাবে চিত্রিত করা হয়। তার মাথা সরানোর মুহূর্তের পরে, একটি পেগাসাস তার শরীর থেকে উড়ে যায়, যা সৌন্দর্যের জন্মের প্রতিনিধিত্ব করে।

অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য প্রদান করেন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য ড. এইচ এম জহিরুল হক। সেমিনারের প্রধান বক্তা হিসেবে চিত্রনায়ক রিয়াক সবাইকে অভিনন্দন জানান এত সুন্দর একটি মঞ্চনাটক পরিবেশন করার জন্য। 
মানুষের কষ্ট দেখে আমি নিজে অসহায় বোধ করছি: সহমর্মিতা ‘চিফ হিট অফিসারের’

মানুষের কষ্ট দেখে আমি নিজে অসহায় বোধ করছি: সহমর্মিতা ‘চিফ হিট অফিসারের’