, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ , ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ


কারাগারে থেকে পরীক্ষা দিয়ে পাশ করেছেন বরিশালের দুই শিক্ষার্থী

  • আপলোড সময় : ২৭-১১-২০২৩ ১১:৫৪:০৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-১১-২০২৩ ১১:৫৪:০৮ পূর্বাহ্ন
কারাগারে থেকে পরীক্ষা দিয়ে পাশ করেছেন বরিশালের দুই শিক্ষার্থী
বরিশাল: কারাগারে থেকে এইচএসসি পরীক্ষা দিয়ে পাশ করেছেন দুই শিক্ষার্থী। বরিশাল বোর্ডের আওতাধীন দুইজন পরীক্ষার্থী কারাগারে থেকে পরীক্ষা দিয়েও ভালো ফলাফল করে পাশ করেছে বলে জানিয়েছেন পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ কুমার গাইন। রোববার (২৬ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ কুমার গাইন।

তিনি জানান, বোর্ডের ৩৩৫টি কলেজের ৬৭ হাজার ৪৬৫ শিক্ষার্থীরা ১৩১টি কেন্দ্রে এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। যারমধ্যে ১৩টি কলেজের সব শিক্ষার্থী পাশ করেছে। আর এরমধ্যে সর্বোচ্চ বরিশাল ও পটুয়াখালী জেলায় চারটি করে আট কলেজে সবাই শতভাগ পাশ করেছে।

এরপর বরগুনা জেলায় দুইটি, ঝালকাঠি জেলায় দুইটি ও ভোলা জেলায় একটি কলেজের পরীক্ষার্থীরা শতভাগ পাশ করেছে। তবে এ বোর্ডে এবারেও এমন কোনো প্রতিষ্ঠান নেই যেখানে একজনও পাশ করেননি।

এছাড়া এবারের এইচএসসি পরীক্ষায় বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে ১৩টি কলেজে সবাই শতভাগ পাশ করেছে।
সর্বশেষ সংবাদ