আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা দায়িত্বপালন করবেন তাদের কঠোর হুশিয়ারি দিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান। তিনি বলেন, নির্বাচনে দায়িত্বে থাকা সকল কর্মকর্তাকে সঠিকভাবে তার দায়িত্ব পালন করতে হবে। পক্ষপাতমূলক আচরণ করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
গতকাল রোববার চট্টগ্রামের সার্কিট হাউজ মিলনায়তনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এক মতবিনিময় সভা শেষে ইসি আনিছুর এসব কথা বলেন।
এ সময় ইসি আনিছুর বলেন, নির্বাচনে আসা না আসার অধিকার সব দলেরই আছে। কিন্তু নির্বাচন বানচাল করা কিংবা কাউকে নির্বাচনে আসতে বাধা দেওয়ার অধিকার কারও নেই। যদি কেউ তা করেন, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
আনিছুর রহমান আরও বলেন, যেকোনো কিছুর বিনিময়ে নির্বাচনকে সুষ্ঠু করতে হবে। কোনোভাবে কোনো অন্যায়কে ছাড় দেওয়া যাবে না।
এদিকে নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার জন্য অতীতের সংসদ নির্বাচনের মতো এই নির্বাচনেও সেনাবাহিনী মোতায়েনের প্রক্রিয়া চলছে বলে জানান নির্বাচন কমিশনার আনিছুর রহমান।