, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪ , ২৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


আগামী জাতীয় নির্বাচন অনুকরণীয় হয়ে থাকবে: ইসি হাবিব

  • আপলোড সময় : ২৬-১১-২০২৩ ০৩:৫৪:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-১১-২০২৩ ০৩:৫৪:৪৩ অপরাহ্ন
আগামী জাতীয় নির্বাচন অনুকরণীয় হয়ে থাকবে: ইসি হাবিব
বরিশাল: অতীত থেকে শিক্ষা নিয়ে আগামী জাতীয় নির্বাচন এমনভাবে করা হবে যেটি সকলের জন্য অনুকরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো: আহসান হাবিব। রবিবার দুপুর আড়াইটায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বরিশালের সকল নির্বাচন কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সাথে সভা শেষে সাংবাদিকদের সাথে এক ব্রিফিং এ একথা বলেন তিনি।

গত বরিশাল সিটি নির্বাচনে একজন প্রার্থীর উপর হামলা হয়েছিলো, আগামী জাতীয় নির্বাচনে যে প্রার্থীর উপর হামলা হবে না তার নিশ্চয়তা কতটুকু দিচ্ছেন সাংবাদিকদের এমন প্রশ্নে ইসি আহসান হাবিব বলেন, অতীতকে পরিবর্তন করতে পারবেন না, কিন্তু অতীত থেকে শিক্ষা নিয়ে এমন নির্বাচন করবো, ভবিষ্যৎ প্রজন্মের জন্য, সকল নির্বাচনের জন্য এটি যেন অনুকরণীয় হয়ে থাকে।

তিনি আরও বলেন,  কোন পক্ষপাতিত্ব নয়, কোন পার্টিবাজি নয় আগামী নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত সকল কর্মকর্তারা তাদের দায়িত্ব শতভাগ পালন করবে, এবং এটি তারা নির্বাচন কমিশনকে প্রতিজ্ঞাবদ্ধ করেছেন।

আহসান হাবিব আরও বলেন, আমি এখনও মনে-প্রাণে চাই সকল দল নির্বাচনে অংশগ্রহণ করুক, উৎসবমুখর হোক আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এবং সকল বড় বড় দল নির্বাচনে অংশ নিলে ভারষাম্য রক্ষা হয়।

এসময় বরিশালের বিভাগীয় কমিশনার শওকত আলী, ডিআইজি জামিল আহমেদ, বিএমপি কমিশনার সাইফুল ইসলাম, জেলা প্রশাসক শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
ভাষা সৈনিক ফজলুল হক আর নেই

ভাষা সৈনিক ফজলুল হক আর নেই