, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


ঠাকুরগাঁওয়ে মাঠে কাজ করার পাশাপাশি ইংরেজি চর্চা আদিবাসী মুন্ডা যুবকের

  • আপলোড সময় : ২৬-১১-২০২৩ ০২:১২:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-১১-২০২৩ ০২:১২:০৮ অপরাহ্ন
ঠাকুরগাঁওয়ে মাঠে কাজ করার পাশাপাশি ইংরেজি চর্চা আদিবাসী মুন্ডা যুবকের
ঠাকুরগাঁও প্রতিনিধি: কখনো কাস্তে হাতে ফসলের মাঠে ধান কাটতে কাটতে, কখনো আবার গৃহস্থালির কাজ করতে করতে গবাদি পশুর পাশে চলতে ফিরতে শিশুদের নিয়ে সবসময় ইংরেজিতে কথা বলার চর্চা জারি রেখেছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর অদম্য এক কৃষাণ। ভিনদেশী ভাষা গ্রামের প্রতিবেশীরা বুঝতে না পারায় অনেক সময় হাসি ঠাট্টা করছে প্রতিবেশীরা। তবুও ইংরেজিতে কথা বলার চর্চা থামাননি এই কৃষাণ যুবক। ইংরেজিতে কথা বলার সময় অনুপ্রেরণা এবং সম্ভাবনা দেখছেন নিজের ভেতর। 

ধানের শীষের উপর জমে থাকা শিশির বিন্দু তখনও শুকোয়নি। ধারালো কাস্তি হাতে দুজন যুবক কৃষাণের সাথে এক তরুণ যুবক কৃষাণ ধান কাটছে আর ইংরেজিতে কথা বলছে। অপর দুই কৃষাণ সেসব ইংরেজি কাজের ফাঁকে শুনছে এবং নিজেরাও দু একটি বাক্য ইংরেজি চর্চা করছে। ফসলের মাঠে ক্লান্তির ঘাম মুখে সেই কৃষাণের ইংরেজিতে কথা বলার চর্চা যে অনায়াসে শক্তি যোগাচ্ছে এ উপলব্ধি নি:সন্দেহে করায় যায়। 
ঠাকুরগাঁওয়ের রুহিয়ার কশালগাঁও গ্রামের আদিবাসী মুন্ডা সম্প্রদায়ের পিছিয়ে পড়া ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারে বেড়ে উঠেছে সুজন পাহান। দু বছর বয়সে বাবা বগা পাহান সংসার ফেলে অন্য দেশ চলে গেছে। বছর কয়েক পর বাবার মৃত্যুর সংবাদও পায় সুজনের পরিবার।

সে সময় থেকে মাঠে কামলা দিয়ে সন্তানকে একা হাতে সামলেছে মা দুলালি পাহান। খুব বেশিদিন কাজ করতে পারেননি তিনিও। অসুস্থতা জনিত কারনে কাজ থেকে নিজেকে গুটিয়ে নিতে হয়েছে সুজন যখন পঞ্চম শ্রেণির ছাত্র। 

সেই থেকে প্রতিদিন কাক ডাকা ভোরে ঘুম থেকে উঠেই সুজনের শুরু হয় জীবিকার যুদ্ধ। ঘরে অসুস্থ বৃদ্ধা মাকে ও ঘরের কাজ সামলে সুজন মাঠে চলে যান কামলার কাজে। কিন্তু মায়ের চোখে লালিত স্বপ্ন, অভাবের সঙ্গে লড়াই করে বড় হয়ে উঠা একমাত্র মেধাবী ছেলে একদিন অনেক বড় চাকরি করবে। 

মায়ের স্বপ্ন আঁকড়ে ধরে সুজন মাঠে কাজ করে হলেও নিজের পড়াশোনা অব্যাহত রেখেছে। সুজনের সহপাঠীরা শিক্ষাজীবন থেকে অকালে ঝড়ে পড়লেও সুজন নিজের শিক্ষা জীবনকে টেনে হিচরে নিয়ে যাচ্ছে। সুজন বর্তমানে স্থানীয় একটি কলেজে ডিগ্রী তৃতীয়-বর্ষে অধ্যয়ন করছে। 

আপনাদের নিশ্চয় বাংলা চলচ্চিত্রের হিরে মানিক সিনেমার সেই কালজয়ী গানের কথা মনে আছে- "এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাবো, সেই চাঁদের পাহাড় দেখতে পাবো"। 
সুজন সেই চাঁদের পাহাড় দেখার স্বপ্ন নিয়ে অদম্যের মতো ছুটছে। অন্যের জমিতে আশ্রিতা হয়ে ছোট্ট এক কুড়ে ঘরে থেকে সে স্বপ্ন দেখছে নিজের জীবনমান উন্নয়ন করে কিভাবে সমাজের পিছিয়ে পড়া শিশুদের সামনে এগিয়ে নেয়া যায়। তাদের কাছে নিজেকে অনুপ্রেরণা করে গড়ে তোলা যায়। 

এই প্রতিবেদককে সুজন পাহান জানিয়েছেন, স্মার্ট ও টেকনোলজির যুগে ভালো-কিছু করতে গেলে বাংলা ভাষার পাশাপাশি আন্তর্জাতিক ভাষা ইংরেজি শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু অনটনের সংসারে যেখানে পাঠ্যবইয়ে পড়ার সময় নেই সেখানে ভালো ইংরেজি শিখতে চাওয়াটা নিজের কাছেও কখনো কখনো অপ্রাসঙ্গিক লেগেছে। তবে ইংরেজিতে কথা বলার প্রবল আগ্রহ ও ইচ্ছাশক্তির কাছে অসম্ভব বলে কিছু নেই। আমি নিজের ভেতর সম্ভাবনা দেখছি। ফেসবুকে ইংরেজিতে কথা বলার ভিডিও দেখেই ইংরেজি রপ্ত করার চেষ্টা করেছি এবং নিজের ইংরেজি চর্চার ভিডিও ফেসবুকে আপলোড করছি। কোন প্রতিষ্ঠান থেকে ইংরেজি কোর্স করার সুযোগ সৃষ্টি হয়নি জীবনে। 

তিনি আরও বলেন, সারাদিন ইংরেজিতে কথা বলার চেষ্টা করি। মানুষ হাসি ঠাট্টা করে। অনেকেই ভাবে আমার বুঝি মাথার সমস্যা দেখা দিয়েছে। কিন্তু আমি এসবের তোয়াক্কা করিনা। মাঠের ফসলের সাথে কাজের সময়, গৃহস্থালির কাজে ও গবাদি পালনের সময় সবখানে ইংরেজিতে কথা বলার চর্চা করি। ইংরেজি চর্চা আমাকে অনুপ্রাণিত করে এবং স্বপ্ন দেখায়। নিশ্চয় একদিন ভালো-কিছু হবে। 

তবে আর্থিক অস্বচ্ছলতার কারনে প্রাতিষ্ঠানিক ভাবে ইংরেজি শেখার সুযোগ সৃষ্টি হচ্ছেনা। মাঠে কাজ করে যা আয় হয় তা নিত্যদিনের খরচ আর জীবন যাপনে চলে যায়। আমার একটি ছোট চাকরি হলেও স্বপ্ন পূরণের একধাপ এগোতে পারতাম। কোথাও কোন সহযোগিতা পেয়েছিলেন কিনা জানতে চাইলে তিনি বলেন, একটি বেসরকারি এনজিও সংস্থা (ইএসডিও) ২০১৮ সালে দুই ধাপে ২৪ হাজার টাকা দিয়েছিলো, এছাড়াও উপজেলা পরিষদ থেকে আদিবাসী ছাত্র ছাত্রীদের শিক্ষা-বৃত্তির অংশ হিসেবে ২০১৫ সালে ৪০০ টাকা ২০১৯ সালে শিক্ষা উপকরণ পেয়েছিলাম। যা আমার লেখাপড়ার কাজে সহযোগী ভূমিকা পালন করেছে। সেই থেকে আর কোন সহযোগিতা পাইনি। 

সুজনের সাথে মাঠে কাজ করেন পলাশ পাহান। বলেন, আমি সুজনের সাথে একই স্কুলে পড়তাম অভাবের কারনে পড়াশোনা ছেড়েছি। কিন্তু সুজন অভাবের সাথে যুদ্ধ করে পড়াশোনা করছে। ও অনেক মেধাবী। সুজন মাঠে কাজ করুক এটা আমরা চাইনা। ওর জন্য কোন সুযোগ সৃষ্টি হলে ও অনেক ভালো কিছু করবে। 

অপর কৃষাণ জোতিষ পাহান বলেন, সুজনকে এই কৃষি কাজে যদিও মানায় না তারপরেও জীবিকার তাগিদে তাকে করতে হয়। কিন্তু তাকে ভালো-কিছু করার সুযোগ দেয়া হলে সে নিজেকে প্রস্তুত করতে পারবে এটা আমাদের বিশ্বাস। ও নিজে ইংরেজি চর্চা করে এবং দু একটা ইংরেজি আমাদেরও চর্চা করান। ওর সাথে কাজ করায় আমি বলতে না পারলেও কয়েকটা ইংরেজি শব্দ বুঝতে পারি। 

সুজনের মা দুলালি পাহান বলেন, আমার ছেলে অনেক মেধাবী। অনেক কষ্টে তাকে বড় করেছি। যদি নিজে কাজ করতে পারতাম তাহলে তাকে কখনোই সংসার সামলাতে এত চাপ নিতে হতোনা। ছেলেটার একটি চাকরি হলে খুব উপকৃত হতাম। 

ফসলের মাঠ থেকে সারাদিনের ক্লান্তি নিয়ে সুজন যখন বাড়ি ফিরে মস্তিষ্ক-জুড়ে তার একরাশ স্বপ্ন ভর করে থাকে। সুজন চায় নিজে সম্ভাবনার দ্বারপ্রান্তে যেতে এবং সফল হতে। সাথে সমাজের পিছিয়ে পড়া শিশুদের মাঝে বিলাতে চায় নিজের ভিতরে থাকা সুপ্ত শিক্ষার আলোটুকুও। তার আগে নিজেকে ভেঙ্গে গড়ার সুযোগ চান দরকার সবার আগে। একদিন সুজন সফল হবে, মায়ের স্বপ্ন পূরণ হবে, যারা সুজনকে নিয়ে হাসি ঠাট্টা করেছে তাদের সমুচিন জবাব হবে সুজনের সফলতা এমন একটি দিনের দেখা সে পাবে এমন প্রত্যাশা করে সুজন, তার মা, সহপাঠী, সহকর্মী ও তার শুভাকাঙ্ক্ষীরা। 
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস