, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ , ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তির জীবন বাঁচালেন মোহাম্মদ শামি, ভাসছেন প্রশংসায়

  • আপলোড সময় : ২৬-১১-২০২৩ ১২:২৯:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-১১-২০২৩ ১২:২৯:০২ অপরাহ্ন
সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তির জীবন বাঁচালেন মোহাম্মদ শামি, ভাসছেন প্রশংসায়
এবার ঘরের মাঠে শিরোপা হারের কষ্ট ভুলতে ভারতের বিশ্বকাপ স্কোয়াডের ক্রিকেটারদের ছুটি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ছুটি পেয়ে উত্তরাখণ্ডে পাহাড় দেখতে গিয়েছেন ভারতীয় পেসার মোহাম্মদ শামি। সেখানে মন জয় করলেন ভ্ক্ত-সমর্থকদের। বিশ্বকাপে যেভাবে বল হাতে দুর্দান্ত বল করে ভক্তদের মন জয় করেছিলেন শামি, ছুটি গিয়েও ভক্ত-সমর্থকদের প্রশংসায় পঞ্চমুখ মোহাম্মদ শামি।

ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনা কবলিত আহত এক ব্যক্তির জীবন বাঁচিয়ে দিয়েছেন এই ডানহাতি পেসার। গত শনিবার রাতে নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন শামি। সেখানে দেখা যায়, উত্তরাখণ্ডের শহর নৈনিতাল শহরের পাহাড় থেকে একটি প্রাইভেটকার নীচে পড়ে যায়। গাড়িতে এক ব্যক্তি ছিল। পরে ওই আহত ব্যক্তির প্রাথমিক চিকিৎসা করছেন শামি। এই ক্রিকেটারের সাথে আরও কয়েকজন লোকও ছিল।

এদিকে ভিডিওটি সামাজিক মাধ্যমে শেয়ার করার পর ভক্তরা প্রশংসায় ভাসিয়েছেন শামিকে। তার এমন মানবিক কাজের স্বীকৃতি দিচ্ছিলেন ভক্তরা। ভিডিওর সাথে শামি লিখেছিলেন, ‘সে ব্যক্তি খুবই ভাগ্যবান। স্রষ্টা তাকে দ্বিতীয় জীবন দিয়েছেন। আমার গাড়ির সামনে নৈনিতালের কাছে পাহাড়ি রাস্তা থেকে ওর গাড়ি নিচে পড়ে গিয়েছিল। আমরা তাকে নিরাপদে (গাড়ি থেকে) বের করে এনেছি।’

এবারের বিশ্বকাপে দুর্দান্ত বোলিং করেছেন শামি। প্রথম ৪ ম্যাচে খেলার সুযোগ পাননি। বাকি ৭ ম্যাচ খেলেই আসরের সর্বোচ্চ উইকেটশিকারির পুরস্কার জিতেছেন এই ডানহাতি পেসার। সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে একাই তুলে নিয়েছেন ৭ উইকেট।
সর্বশেষ সংবাদ
নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান

নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান