এবার সিলেটকে ‘ক্লিন এন্ড গ্রিণ সিটিতে’ পরিণত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন সিটি মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। নগরীতে শব্দদূষণ কমাতে তিনি নিজের গাড়িতে হর্ন না বাজানোরও ঘোষণা দিয়েছেন। আজ শনিবার এক প্রীতি সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ ঘোষণা দেন।
এ সময় মেয়র বলেন, ‘নগরভবন সবার জন্য উন্মুক্ত। আমি জনগণের মেয়র। আমি দল-মত নির্বিশেষে সবার জন্য কাজ করব। সিলেটকে ক্লিন এন্ড গ্রিণ সিটিতে রূপান্তরিত করবো। এই লক্ষ্যে শিগগিরই নগরী থেকে সব ধরণের ব্যানার-ফেস্টুন অপসারণ করা হবে। এছাড়া শব্দদূষণ রোধে আজ থেকে আমার গাড়িতে হর্ন বাজাবো না।’
আনোয়ারুজ্জামান চৌধুরী আরো বলেন, ‘সিলেট মহানগরকে প্রকৃত অর্থে ক্লিন এন্ড গ্রিণ করতে হলে সবার সহযোগিতা প্রয়োজন। বিশেষ করে সাংবাদিকদের সহযোগিতা অপরিহার্য। সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন। প্রয়োজনে আমার বিরুদ্ধে লিখবেন। আমি এটাকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করব এবং অনুপ্রাণিত হব। তবে সাংবাদিকদেরকে অবশ্যই যাচাই-বাছাই করে এবং তথ্যবহুল নিউজ করতে হবে।’