, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


আগামীকাল সব পরিষ্কার হবে: নায়ক ফেরদৌস

  • আপলোড সময় : ২৫-১১-২০২৩ ০৮:৪৮:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১১-২০২৩ ০৮:৪৮:৩২ অপরাহ্ন
আগামীকাল সব পরিষ্কার হবে: নায়ক ফেরদৌস
দেশের জনপ্রিয় নায়ক ফেরদৌস আহমেদ। ‘হঠাৎ বৃষ্টি’ খ্যাত এই নায়ক পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এবার তিনি রাজনীতিতে পদচারণা প্রবল করতে চাইছেন। রাজনীতিতে সরব ফেরদৌস এবার ঢাকার দুটি আসন থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।

এদিকে শোনা যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে নৌকা প্রতীকে ফেরদৌস পাচ্ছেন বলে খবর ভাসছে। গতকাল শুক্রবার ২৪ নভেম্বর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে মনোনয়ন বোর্ডের সভা শেষে এমন খবর শোনা যায়।
 
একাধিক সূত্রের খবরে জানা গেছে, ঢাকা-১০ আসনে ফেরদৌসকে মনোনয়ন দেয়া হয়েছে। কিন্তু এ বিষয়ে নায়ক কথা বলেছেন। ফেরদৌস বলেন, আগামীকালকের (২৬ নভেম্বর) আগে কিছু বলা যাচ্ছে না। কালই সব পরিষ্কার হবে। আমি তো প্রত্যাশী। আমি মনোনয়ন চাই, আওয়ামী লীগ থেকে নির্বাচন করতে চাই। সবকিছু জানতে হলে আগামীকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে।

এদিকে কয়েক মাস আগে ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে দলের মনোনয়ন চেয়েছিলেন ফেরদৌস। এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হয়ে লড়তে চান তিনি।  এই উদ্দেশ্যে ঢাকা-১০ ও ঢাকা-১৮ দুই আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ফেরদৌস। 
সর্বশেষ সংবাদ
‘গণহত্যার জন্য যাদের অনুশোচনা নেই, তারা রাজনীতি করারও অধিকার হারিয়েছে’

‘গণহত্যার জন্য যাদের অনুশোচনা নেই, তারা রাজনীতি করারও অধিকার হারিয়েছে’