, মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪ , ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


আগামী সোমবার ৩০০ আসনের চূড়ান্ত প্রার্থী তালিকা দেবে জাতীয় পার্টি

  • আপলোড সময় : ২৫-১১-২০২৩ ০৮:৪৩:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১১-২০২৩ ০৮:৪৩:২৫ অপরাহ্ন
আগামী সোমবার ৩০০ আসনের চূড়ান্ত প্রার্থী তালিকা দেবে জাতীয় পার্টি
এবার জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশীদের দ্বিতীয় দিনের সাক্ষাৎকার শেষ হয়েছে। আগামী সোমবার ২৭ নভেম্বর দলটি ৩০০ আসনের চূড়ান্ত প্রার্থী তালিকা দেবে বলে দলীয় সূত্রে জানা গেছে। আজ শনিবার ২৫ নভেম্বর খুলনা, সিলেট এবং বরিশাল বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেয়া হয়েছে।

এদিকে দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, এবার সম্ভাব্য প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে নিজ নিজ এলাকায় জনপ্রিয়তার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। তিনি দাবি করেন, দলে কোনো বিভেদ নেই। রওশন এরশাদের তিনটি আসনের জন্য মনোনয়ন সংগ্রহের কথা রয়েছে।
 
তিনি আরও জানান, সবকিছু ঠিক থাকলে, যাচাই বাছাই শেষে আগামী সোমবার (২৭ নভেম্বর) ৩০০ আসনে চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করবে জাতীয় পার্টি। প্রতিটি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে ৩০ হাজার টাকায়। পাশাপাশি দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সর্বস্তরের নেতাদের বকেয়া মাসিক চাঁদা পরিশোধ করে মনোনয়ন ফরম সংগ্রহ করতে হয়েছে।
 
এদিকে ঢাকা-১৭ ও রংপুর-৩ আসন থেকে মনোনয়ন ফরম তুলেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। এর আগে ১৮ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে নির্বাচন কমিশনে (ইসি) চিঠি পাঠান জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও একই দলের সংসদ নেতা রওশন এরশাদ।
সর্বশেষ সংবাদ
বিশ্বে ভুয়া তথ্য ছড়ানোয় শীর্ষে ভারত: মাইক্রোসফটের সমীক্ষা

বিশ্বে ভুয়া তথ্য ছড়ানোয় শীর্ষে ভারত: মাইক্রোসফটের সমীক্ষা