এবার প্রশংসায় ভাসছেন শেখ মোরসালিন। বাংলাদেশের কোচ, সতীর্থ ও ভক্তরা কেবলই তার সুনাম করে যাচ্ছেন। বসুন্ধরা কিংসের ১৮ বছর বয়সী স্ট্রাইকার এবার বিশ্বেরও নজর কাড়লেন। এএফসির ওয়েবসাইটে তারকা পারফর্মারদের তালিকায় মোরসালিনের নাম উঠেছে, যেখানে আছেন কোরিয়ার সন হিউং মিন, আমিরাতের আলি মাবখৌত, ইরানের মেহদী তারেমির মতো তারকারা।
এদিকে জাতীয় দলের জার্সিতে এ বছরই অভিষেক মোরসালিনের। খেলেছেন ৯টি আন্তর্জাতিক ম্যাচ। গোল করেছেন ৪টি। সর্বশেষ গোলটি এসেছে ২১ নভেম্বর ঢাকায় বিশ্বকাপ বাছাইপর্বে লেবাননের বিপক্ষে। বসুন্ধরা কিংস অ্যারেনায় পিছিয়ে পড়েছিল বাংলাদেশ। শেখ মোরসালিনের জাদুকরি গোলে সমতা ফিরিয়ে এক পয়েন্ট পেয়েছে স্বাগতিক দল। সেই গোল দেশের গণ্ডি ছাপিয়ে মোরসালিনকে চেনাচ্ছে দেশের বাইরেও।
আগামী ১৬ ও ২১ নভেম্বর বিশ্বকাপ বাছাইয়ে এশিয়াজুড়ে ৩৬টি ম্যাচ হয়েছে। এসব ম্যাচ থেকে শীর্ষ ৯ জন পারফরমারকে বেছে নিয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। এএফসি ডটকমের বাছাই করা এই তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের শেখ মোরছালিনও। এএফসির ওয়েবসাইটে মোরছালিনকে ‘বিস্ময় বালক’ হিসেবে বর্ণনা করা হয়েছে।
এদিকে তালিকায় আছেন টটেনহামের দক্ষিণ কোরিয়ার তারকা সন হিউং-মিন। যিনি দক্ষিণ কোরিয়ার হয়ে বিশ্বকাপ বাছাইয়ে দুই ম্যাচে করেছেন ৩ গোল। দ্বিতীয় ম্যাচে চীনের বিপক্ষে ৩-০ গোলের জয়ে তার জোড়া গোল। তালিকায় আছেন সৌদি আরবের সালেহ আল শেহরিরা, কাতারের আলমোয়েজ আলী, অস্ট্রেলিয়ার হ্যারি সুটার, ইরানের মেহেদী তারেমি, জাপানের আয়াসে উয়েদার মতো এশিয়ার শীর্ষ ফুটবলাররা।
আলমোয়েজ আফগানিস্তানের বিপক্ষে ৪ গোলের পর ২১ নভেম্বর ভারতের বিপক্ষেও গোল পেয়েছেন। জাপানের হয়ে বিশ্বকাপ বাছাইয়ে দুই ম্যাচে ৫ গোল করে আলো ছড়াচ্ছেন ফেইনুর্দ স্ট্রাইকার আয়াসে উয়েদা।
এসব তারকার সঙ্গে একই কাতারে থাকতে পারা বাংলাদেশর তরুণ মোরসালিনের জন্য বড় অনুপ্রেরণা। গত জুনে ভারতে সাফ চ্যাম্পিয়নশিপে ২ গোল করেন মোরসালিন। এরপর ঢাকায় আফগানিস্তানের বিপক্ষে প্রীতি ম্যাচেও গোল পেয়েছেন। তবে বসুন্ধরা কিংসের হয়ে মালদ্বীপ সফর থেকে ফেরার সময় মদ-কাণ্ডে জড়িয়ে সাময়িক নিষিদ্ধ হন। তাই মালদ্বীপের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ে প্রথম রাইন্ডের প্রথম ম্যাচে ছিলেন না দলে।