, মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪ , ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


কুবিতে বিএনসিসির ভর্তি ও পদোন্নতি পরীক্ষা সম্পন্ন

  • আপলোড সময় : ২৪-১১-২০২৩ ০৬:৪৩:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-১১-২০২৩ ০৬:৪৩:০২ অপরাহ্ন
কুবিতে বিএনসিসির ভর্তি ও পদোন্নতি পরীক্ষা সম্পন্ন
কুবি প্রতিনিধি: বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্লাটুনের নবীন ক্যাডেট সংগ্রহ  ২০২৩-২৪ এর ভর্তি পরীক্ষা এবং রানিং ক্যাডেটদের পদোন্নতি পরীক্ষা সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৪ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের ব্যাডমিন্টন কোর্টে ভর্তি পরীক্ষা ও পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত হয়। 

উক্ত ভর্তি পরীক্ষা ও পদোন্নতি পরীক্ষা পরিচালনা করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিএনসিসি প্লাটুন এর প্লাটুন কমান্ডার সেকেন্ড লেফটেন্যান্ট, বিএনসিসিও অধ্যাপক ড. মোঃ শামিমুল ইসলাম এবং ক্যাডেট আন্ডার অফিসার মোঃ সামিন বখশ সাদী। 

এ বছর বিএনসিসি ক্যাডেট ভর্তি পরীক্ষায় বিভিন্ন বিভাগের  ২০২১-২২ (১৬ ব্যাচ) এবং ২০২২-২৩ (১৭ ব্যাচ) শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে মৌখিক পরীক্ষার মাধ্যমে সাময়িক ক্যাডেট চূড়ান্তভাবে মনোনীত করা হবে।

ভর্তি পরীক্ষা শেষে রানিং ক্যাডেট কর্পোরালদের ক্যাডেট সার্জেন্ট পদে এবং ক্যাডেট ল্যান্স কর্পোরালদের ক্যাডেট কর্পোরাল পদে পদোন্নতি পরীক্ষার ১ম ধাপ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরবর্তী ধাপে ড্রিল, কমান্ড ও মৌখিক পরীক্ষা নেওয়ার মাধ্যমে পদোন্নতি পরীক্ষার সকল প্রক্রিয়া সম্পন্ন হবে। পদন্নোতি পরীক্ষায় পুরুষ প্লাটুনের ১টি ক্যাডেট সার্জেন্ট ও ১টি ক্যাডেট কর্পোরাল এবং মহিলা প্লাটুনের ১টি ক্যাডেট সার্জেন্ট পদের জন্যে পদোন্নতির ১ম ধাপ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। 

কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিএনসিসি প্লাটুন এর ক্যাডেট আন্ডার অফিসার মোঃ সামিন বখশ সাদী বলেন, "জ্ঞান ও শৃঙ্খলা মূলমন্ত্রে দীক্ষিত এবং স্বেচ্ছাসেবী এর চেতনায় উদ্ধুদ্ধ বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বি.এন.সি.সি) প্রতিনিয়তই দেশমাতৃকার সেবা ও বিভিন্ন দূর্যোগে বিপন্ন জাতিকে রক্ষায় কাজ করে চলেছে। এরই প্রেক্ষিতে প্রতি বছরের ন্যায় এবারও কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিএনসিসি প্লাটুনের নবীন ক্যাডেট সংগ্রহের প্রক্রিয়া শুরু হয়েছে। আজকে আগ্রহী প্রার্থীদের লিখিত পরীক্ষা সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন হয়েছে। এর পরবর্তী ধাপ হচ্ছে মৌখিক সাক্ষাৎকার। 
তিনি আরও বলেন, আমাদের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে মৌখিক পরীক্ষার মাধ্যমে একটি নির্দিষ্ট সংখ্যক পুরুষ এবং মহিলাকে সাময়িক ক্যাডেট হিসেবে চূড়ান্তভাবে মনোনীত করা হবে। এছাড়া কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিএনসিসি প্লাটুনের কার্যক্রমগুলো আরো সুষ্ঠুভাবে সম্পাদন ও গতিশীল করতে আজকে ক্যাডেটদের পদোন্নতি পরীক্ষার ১ম ধাপ সুষ্ঠুভাবে সম্পাদন করা হয়েছে। "

এ বিষয়ে বিএনসিসি প্লাটুনের প্লাটুন কমান্ডার সেকেন্ড লেফটেন্যান্ট, বিএনসিসিও অধ্যাপক ড. মোঃ শামিমুল ইসলাম বলেন, ' আমরা নবীন ক্যাডেট সংগ্রহের জন্য সার্কুলার দিয়েছিলাম। যারা ফ্রম সংগ্রহ করেছিল, তাদের প্রাথমিকভাবে নির্বাচনের জন্য কতগুলো ধাপ অনুসরণ করা হবে। তার মধ্যে প্রথম প্রক্রিয়া, লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং এরপর শারীরিক ও মৌখিক পরীক্ষা নিয়ে প্রাথমিকভাবে নির্বাচন করব। এর পর চুড়ান্তভাবে নির্বাচনের জন্য সুপারিশ করা হবে। সেখান থেকে চুড়ান্তভাবে নিয়োগ দিবে বিএনসিসি রেজিমেন্ট। এছাড়া ক্যাডেট পদন্নোতির জন্য পরীক্ষা নেওয়া হয়েছে, এর পর আমরা স্ক্রটিনাইজিং এর মাধ্যমে পদন্নোতি দিব।'

এর আগে গত ২৪ সেপ্টেম্বর থেকে ০৩ অক্টোবর পর্যন্ত ক্যাডেট সংগ্রহ সপ্তাহ পালন করে কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিএনসিসি প্লাটুন। 

উল্লেখ্য, জ্ঞান ও শৃঙ্খলা এই মূলমন্ত্রকে ধারণ করে ২০০৯ সালের ২৯শে এপ্রিল বিএনসিসি কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্লাটুন যাত্রা শুরু করে। বিএনসিসি কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্লাটুন ৯ বিএনসিসি ব্যাটালিয়ন, ময়নামতি রেজিমেন্টে সেনা শাখার অধীনে তাদের কার্যক্রম পরিচালনা করে থাকে।
সর্বশেষ সংবাদ
বিশ্বে ভুয়া তথ্য ছড়ানোয় শীর্ষে ভারত: মাইক্রোসফটের সমীক্ষা

বিশ্বে ভুয়া তথ্য ছড়ানোয় শীর্ষে ভারত: মাইক্রোসফটের সমীক্ষা