, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


নানাকে ছাড়া কীভাবে থাকব আমি: পরীমণি

  • আপলোড সময় : ২৪-১১-২০২৩ ০৪:০৯:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-১১-২০২৩ ০৪:০৯:২৯ অপরাহ্ন
নানাকে ছাড়া কীভাবে থাকব আমি: পরীমণি ছবি: সংগৃহীত
মাত্র তিন বছর বয়সে মা-হারা হন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণি। মাতৃহারা হওয়ার পর থেকেই নানার কাছেই বড় হয়েছেন তিনি। এবার সেই প্রিয় নানা শামসুল হক গাজীকে হারালেন নায়িকা। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) রাত ২টার দিকে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

এর আগে গত ১২ অক্টোবর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন শামসুল হক গাজী। সে সময় তার একটি ছোট অপারেশনও হয়েছিল। বিষয়টি ফেসবুকে একটি পোস্ট দিয়ে জানিয়েছিলেন পরীমণি নিজেই।

এ ছাড়া অপারেশনের আগের দিন পরীমণি হাসপাতালে রাজ্যর সঙ্গে হাস্যোজ্জ্বল নানার একটা ভিডিও শেয়ার করেন। ক্যাপশনে লেখেন, ‘এই যারা বলেন, আমার এত মনের জোর কোথায় পেয়েছি! এই যে দেখেন এটা হলো বংশীয় ধারা। ছোট খাটো একটা ওটি (অপারেশন) হবে আমার নানার। দোয়া করবেন।’

সে সময় এক সংবাদ সম্মেলনে অভিনেত্রী বলেছিলেন, ‘নানার এখন যে অবস্থা, কখন যে কী ঘটে যায়, বলা যায় না। আমি আসলে ভাবতেই পারছি না। নানা না থাকলে আমার যে কী হবে। কীভাবে থাকব আমি!’

জানা গেছে, গুলশান আজাদ মসজিদে গোসল করানোর পর শুক্রবার ভোর ৪টায় পরীমণি তার নানার মরদেহ নিয়ে নিজ গ্রামে রওনা দিয়েছেন। ভান্ডারিয়ায় নানির কবরের পাশেই সমাহিত করা হবে নানা শামসুল হক গাজীকে।
সর্বশেষ সংবাদ