, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


ভোটের তারিখ পেছানোর আর সম্ভাবনা নেই : ইসি রাশেদা

  • আপলোড সময় : ২৪-১১-২০২৩ ০৪:০৭:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-১১-২০২৩ ০৪:০৭:৫৪ অপরাহ্ন
ভোটের তারিখ পেছানোর আর সম্ভাবনা নেই : ইসি রাশেদা
এখন পর্যন্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল পেছানোর সম্ভাবনা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা।

শুক্রবার (২৪ নভেম্বর) দুপুরে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

রাশেদা সুলতানা বলেন, ভোটের পরিবেশ তৈরি আছে, তৈরি থাকবে। এজন্য আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত। বিগত নির্বাচনে সেনাবাহিনী মাঠে ছিল, এবারের নির্বাচনেও থাকার সম্ভাবনা বেশি। তবে সময় বলে দিবে সব, এখনই সব বলা যাবে না। ভোটারদের নির্বিঘ্নে ভোট দেয়ার পরিবেশ তৈরিতে আমরা কাজ করছি।

এর আগে সকাল ১০টা থেকে নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু হয়। বিভাগীয় কমিশনার হাবিবুর রহমানের সভাপতিত্বে রেঞ্জ ডিআইজি, মেট্রোপলিটন পুলিশ কমিশনার উপস্থিত ছিলেন। রংপুর, গাইবান্ধা, লালমনিরহাট ও কুড়িগ্রামের রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারাও তাতে অংশ নেন।
সর্বশেষ সংবাদ