, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ , ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ


৭ম বাংলাদেশ উড এক্সপোতে বার্জারের উডকোটিং সলিউশনভিত্তিক প্রোডাক্ট প্রদর্শন

  • আপলোড সময় : ২৪-১১-২০২৩ ১২:১১:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-১১-২০২৩ ১২:১১:০৪ অপরাহ্ন
৭ম বাংলাদেশ উড এক্সপোতে বার্জারের উডকোটিং সলিউশনভিত্তিক প্রোডাক্ট প্রদর্শন
দেশের শীর্ষ পেইন্টস সলিউশন কোম্পানি বার্জার পেইন্টস অংশ নিচ্ছে বাংলাদেশ উড এক্সপো ২০২৩ এ। সপ্তমবারের মতো আয়োজিত এক্সপোতে প্রদর্শিত হবে বার্জারের সর্বশেষ উডকোটিং সলিউশনগুলো। এক্সপোটি ২৩ নভেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরাতে (আইসিসিবি) অনুষ্ঠিত হচ্ছে। 

বেশ কয়েক বছর ধরেই বার্জার পেইন্টস তাদের উডকোটিং ফ্ল্যাগশিপ ব্র্যান্ড ইনোভা-এর মাধ্যমে কাঠের বা বোর্ডের সবরকম আসবাবের রঙ-এর সলিউশন দিয়ে আসছে। যেকোন কাঠের বা বোর্ডের ফার্নিচার রং করার কাজে ইনোভা দিচ্ছে সর্বোচ্চ মানের নিশ্চয়তা। 

এক্সপোতে বার্জারের শীঘ্রই বাজারে আসবে এমন কিছু প্রোডাক্টও প্রদর্শিত হচ্ছে, যেমন বাসাবাড়ির ফার্নিচারের কাজের জন্যে রং-এর গন্ধমুক্ত ইনোভা হাইড্রোম্যাক্স আর ফার্নিচার ইন্ডাস্ট্রির জন্যে দ্রুত রঙ শুকাবে এমন ইনোভা ইউভি-কিউরেবল প্রোডাক্ট। 

প্রোডাক্ট লাইনআপ দেখানোর পাশাপাশি বার্জার তাদের ফার্নিকেয়ার সার্ভিসের সুপারভিশন ফি-তে দিচ্ছে ৫০% ডিসকাউন্ট। বাসাবাড়ির যেকোনো কাঠ এবং বোর্ডের তৈরি ফার্নিচারের পেইন্টিং এবং রিপেইন্টিং-এর এই সার্ভিসটি বার্জারের স্টল থেকে সরাসরি বুক করা যাবে। ফার্নিকেয়ার সার্ভিসের মাধ্যমে বাড়ির পুরোনো আসবাব হয়ে যায় নতুনের মত। আর এই রঙ হবে পানি প্রতিরোধী, টেকসই, আর দৈনন্দিন ব্যবহারের দাগ পড়ার ঝুঁকিমুক্ত। আর কল্পনার সব রঙ মিলিয়ে নিতে বার্জার দিচ্ছে ৭০টিরও বেশি শেড থেকে পছন্দেরটি বেছে নেয়ার সুবিধা, ম্যাট বা গ্লসি যেকোনো ফিনিশে। 

ভোক্তারা মেলায় এসে বার্জার পেইন্টসের স্টল থেকে উডকোটিং প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত এবং সঠিক ব্যবহারবিধি জেনে সর্বোচ্চ ফলাফল নিশ্চিত করার পরামর্শ পাচ্ছেন। মেলায় দর্শনার্থীদের জন্য কোনো ধরনের এন্ট্রি ফি নেই।