, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


ইবিতে খেলোয়াড়দের মারামারি; ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন 

  • আপলোড সময় : ২৩-১১-২০২৩ ১১:৫১:৫৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-১১-২০২৩ ১১:৫১:৫৫ পূর্বাহ্ন
ইবিতে খেলোয়াড়দের মারামারি; ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন 
ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ফুটবল ও ক্রিকেট খেলোয়াড়দের মধ্যে মারামারির ঘটনায় ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান এই তথ্য নিশ্চিত করেন।

চারুকলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. এ এইচ এম আক্তারুল ইসলামকে আহ্বায়ক ও সহকারী প্রক্টর ড. আমজাদ হোসেনকে সদস্য সচিব করে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন, শেখ রাসেল হলের প্রভোস্ট অধ্যাপক ড. দেবাশীষ শর্মা, সাদ্দাম হোসেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. আসাদুজ্জামান ও খালেদা জিয়া হলের প্রভোস্ট অধ্যাপক ড. ইয়াসমিন আরা সাথী। কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে ঘটনার কারণ অনুসন্ধান-পূর্বক ভবিষ্যৎ করণীয় বিষয়ে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. এ এইচ এম আক্তারুল ইসলাম বলেন, আমি বিষয়টি এখনো জানিনা তাছাড়া চিঠিও হাতে পাইনি। চিঠি হাতে পেলে তদন্ত কমিটির সবাইকে নিয়ে মারামারির প্রকৃত ঘটনা উদঘাটন পূর্বক প্রতিবেদন দাখিল করবো।

উল্লেখ্য, গত মঙ্গলবার (২১ নভেম্বর) বিকেল ৫ টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফুটবল মাঠে ক্রিকেট ও ফুটবল খেলোয়াড়দের মধ্যে খেলাকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত ১২ জন আহত হয়েছে। 
আদালতে ব্যারিস্টার সুমনের ওপর পচা ডিম নিক্ষেপ

আদালতে ব্যারিস্টার সুমনের ওপর পচা ডিম নিক্ষেপ