, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


আমি বল করলে ৪০ রানেই অলআউট করে দিতাম: কোহলি

  • আপলোড সময় : ১৬-০৫-২০২৩ ০১:৪২:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৫-২০২৩ ০১:৪২:১৫ অপরাহ্ন
আমি বল করলে ৪০ রানেই অলআউট করে দিতাম: কোহলি
এবার দিল্লি ও মুম্বাইয়ের বিপক্ষে টানা দুই ম্যাচ হেরে বেশ চাপে পড়ে যায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। প্লে-অফ থেকে ছিটকে যাওয়ার শঙ্কা নিয়ে রাজস্থান রয়্যালসের বিপক্ষে খেলতে নেমে আরসিবি। আর সে ম্যাচে রাজস্থানকে ৫৯ রানে‌ গুটিয়ে দেয় আরসিবি। 

অন্যদিকে সে দিন আইপিএলের ইতিহাসে তৃতীয় সর্বনিম্ম স্কোর গড়ে রেকর্ড রাজস্থান। ২০০৯ সালে কেপটাউনে এই আরসিবির বিপক্ষেই ৫৮ রানে অলআউট হয়েছিলো  রাজস্থান। ম্যাচ শেষের পর আরসিবির পক্ষ থেকে ড্রেসিংরুমের এক ভিডিও প্রকাশ করা হয়। 

সেই ভিডিওতে বিরাট কোহলি বলতে দেখা যায়, 'এই ম্যাচে আমি যদি বল করতাম, তাহলে ওদেরকে (রাজস্থান রয়্যালসকে) ৪০ রানে অলআউট করে দিতাম।'

গত রবিবার জয়পুরে আরসিবির দেয়া ১৭২ রান তাড়া করতে নেমে করে মাত্র ৫৯ রানে সবকয়টি উইকেট হারায় রাজস্থান। প্লে -অফের দৌড়ে টিকে থাকার লড়াইয়ে বেঙ্গালুরু ম্যাচটিতে জয় ছিনিয়ে নেয় ১১২ রানের বিশাল ব্যবধানে।

এদিকে আইপিএলে ৭০৬২ রানের মালিক কোহলি, ২৬ ইনিংসে বল করে শিকার করেছেন মোটে ৪ উইকেট। ৮.৮ ইকোনোমিতে কোহলির সেরা বোলিং ফিগার ২৫/২। মজার ছলে কোহলি এমন মন্তব্য করলেও এমন জয়ে দারুণ খুশি আরসিবি শিবির। 

বরাবরই শিরোপা জয় করার মতো দল গড়লেও, এখনো আইপিএল জেতা হয়নি দলটির। রাজস্থানের বিপক্ষে বড় জয় দিয়ে হ্যাটট্রিক পরাজয়ও থামিয়েছে কোহলিরা। টানা দুই ম্যাচ হেরে ব্যাকফুটে থাকা বেঙ্গালুরুকে স্বস্তি দিচ্ছে এমন জয়। এখন পর্যন্ত ১২ ম্যাচ খেলে ৬ জয় ও সমান ৬টি পরাজয় নিয়ে পয়েন্ট টেবিলের ৫ম স্থানে আরসিবি।
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস