আগামী ৭ই জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে বরিশাল-১ আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে আবুল হাসনাত আবদুল্লাহ। যিনি কেন্দ্রীয় আওয়ামী লীগের ১নং সদস্য ও বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি।
মনোনয়ন ফরম সংগ্রহের শেষ দিন গত মঙ্গলবার পর্যন্ত ওই আসনে একমাত্র তিনিই আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
গত সোমবার (২০ নভেম্বর) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে বরিশাল-১ আসনের জন্য আবুল হাসনাত আবদুল্লাহর পক্ষে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন তার মেজো ছেলে সেরনিয়াবাত মঈন আবদুল্লাহ এবং ছোট ছেলে সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ।
বিভাগের ২১টি আসনের মধ্যে বরিশাল-১ আসনেই আবুল হাসনাত আবদুল্লাহ আওয়ামী লীগের একমাত্র মনোনয়ন প্রত্যাশী। আর এর মাধ্যমে অনেকটা নিশ্চিত এ আসনে নৌকার টিকেট পেতে যাচ্ছেন দক্ষিণের প্রভাবশালী এই নেতা।
সাবেক মন্ত্রী শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের পুত্র আবুল হাসনাত আবদুল্লাহ ১৯৭৩ সালে তিনি বরিশাল উপজেলা প্রথম চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি বরিশাল পৌরসভারও চেয়ারম্যান ছিলেন। ১৯৯১ ও ৯৬ সালে বরিশাল-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। হাসনাত আবদুল্লাহ ১৯৯৬ থেকে ২০০০ পর্যন্ত জাতীয় সংসদের চীফ হুইপ ছিলেন।
২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে তৃতীয় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। দশম জাতীয় সংসদে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি সভাপতির দায়িত্ব পালন করেন। একাদশ জাতীয় সংসদে চতুর্থ-বার এমপি নির্বাচিত হয়ে তিনি ২০১৯ সালের ৩ জানুয়ারি শপথ-বাক্য পাঠ করেন।
বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সদস্য আবুল হাসনাত আবদুল্লাহ এর নেতৃত্বে ১৯৯৭ সালের ২ ডিসেম্বর পার্বত্য শান্তি চুক্তি সম্পাদিত হয়। ২০১৮ সালের ১৮ জানুয়ারি তিনি পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক পদে নিযুক্ত হন। এরই ধারাবাহিকতায় সরকার তাঁকে মন্ত্রীর পদমর্যাদা প্রদান করেন।