, মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪ , ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি: চুন্নু

  • আপলোড সময় : ২২-১১-২০২৩ ০৩:৫৮:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-১১-২০২৩ ০৩:৫৮:১৩ অপরাহ্ন
নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি: চুন্নু ফাইল ছবি
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়া না নেয়ার দোলাচল থেকে বেরিয়ে এলো জাতীয় পার্টি (জাপা)। দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু জানিয়েছেন, জাতীয় পার্টি আগামী জাতীয় নির্বাচনে অংশ নিচ্ছে। এককভাবে ৩০০ আসনে প্রার্থী দিয়ে নির্বাচনে করবে দলটি।

বুধবার (২২ নভেম্বর) রাজধানীর বনানীতে দলীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে দলের অবস্থান জানান জাতীয় পার্টির মহাসচিব। তিনি জানান, দলের চেয়ারম্যানের জি এম কাদের নির্বাচনে অংশ নেবার বিষয়ে দলের অবস্থান জানাতে বলেছেন।

এর আগে জাতীয় পার্টির প্রার্থী মনোনয়নে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি জি এম কাদের নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছিলেন। ওই চিঠিতে প্রার্থী নির্বাচনের ক্ষমতা, নাম ও নমুনা স্বাক্ষর দেয়া হয়েছে।  আর গত ২০ নভেম্বর থেকে মনোনয়ন ফর্ম বিক্রি শুরু করে জাপা।

তবে মনোনয়ন ফর্ম বিক্রি করলেও নির্বাচনে অংশ নেয়ার চূড়ান্ত ঘোষণা আসছিল না দলটির কাছ থেকে। অবশেষে আজ সেই ঘোষণা এলো। 
সর্বশেষ সংবাদ
বিশ্বে ভুয়া তথ্য ছড়ানোয় শীর্ষে ভারত: মাইক্রোসফটের সমীক্ষা

বিশ্বে ভুয়া তথ্য ছড়ানোয় শীর্ষে ভারত: মাইক্রোসফটের সমীক্ষা