, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


আওয়ামী লীগের সঙ্গে কমনওয়েলথ পর্যবেক্ষক দলের বৈঠক

  • আপলোড সময় : ২২-১১-২০২৩ ০১:১৭:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-১১-২০২৩ ০১:১৭:৪৩ অপরাহ্ন
আওয়ামী লীগের সঙ্গে কমনওয়েলথ পর্যবেক্ষক দলের বৈঠক ছবি: সংগৃহীত
আওয়ামী লীগের নেতাদের সঙ্গে বৈঠকে বসেছে ঢাকায় সফররত কমনওয়েলথের প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল। আজ বুধবার (২২ নভেম্বর) বেলা ১১টায় রাজধানীর তেজগাঁওয়ে আওয়ামী লীগের ঢাকা জেলা কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

এতে অংশ নিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, প্রেসিডিয়াম সদস্য কর্নেল (অব) ফারুক খানসহ আওয়ামী লীগের শীর্ষ আরও কয়েক নেতা।

গত রোববার (১৯ নভেম্বর) কমনওয়েলথ প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছে।

এর আগে ঢাকায় প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল পাঠায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং তারা নির্বাচনকালে পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল না পাঠানোর সিদ্ধান্ত নেয়। পরে অবশ্য তারা জানায়, দ্বাদশ জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে তারা ঢাকায় চার সদস্যের পর্যবেক্ষক দল পাঠাবে।

 
সর্বশেষ সংবাদ