সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দে ইজিবাইক চালক মানিক (৩০) নামের এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার ২২ নভেম্বর সকালে উপজেলার ঝাঐল গ্রামের শীতল পাটি তৈরি করার বেত ক্ষেত থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মানিক জেলার সদর উপজেলার কালিয়া কান্দাপাড়া গ্রামের আশরাফুল ইসলাম এর ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, মানিক ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করত। গতকাল দুপুরে বাড়ি থেকে খাওয়া-দাওয়া করে ইজিবাইক নিয়ে বের হয়ে রাতে বাড়ি না ফিরলে পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি শুরু করে। বুধবার সকালে খোঁজ পায় ঝাঐল গ্রামের বেত ক্ষেতে মানিকের গলাকাটা লাশ পড়ে আছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা মানিকের ইজিবাইক ভাড়া নিয়ে এই পথে এসে ইজিবাইকটি ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে জোড়াজোড়ি শুরু করলে চালক হয়তো ইজিবাইক দিতে অপারগতা প্রকাশ করে এসময় দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তাকে ফেলে রেখে ইজিবাইক নিয়ে পালিয়ে যায়।
কামারখন্দ থানার ওসি মোহাঃ রেজাউল ইসলাম বলেন, ঝাঐল গ্রামের বেত ক্ষেত থেকে ইজিবাইক চালকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতালে প্রেরণ করা হবে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।